চার বছর পর আজ বিসিবির বার্ষিক সাধারণ সভা

নাম বার্ষিক সাধারণ সভা (এজিএম), হওয়ার কথা তাই প্রতিবছর। কিন্তু দীর্ঘ চার বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে তাদের এই সভা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ২টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই সভা।
সভায় অংশ নিতে যাওয়া কাউন্সিলররা ইতোমধ্যে ঢাকায় এসে গেছেন। বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এই সভায় ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের বোর্ডের যাবতীয় কার্যক্রম, হিসাব ও নিরীক্ষার অনুমোদন দেওয়া হবে।
বিসিবির গঠনতন্ত্রে উল্লেখ আছে অর্থবছর সমাপ্ত হওয়ার ১২০ দিনের মধ্যে পরিচালন পর্ষদ সাধারণ সভা আয়োজন করবে। কিন্তু সেই সভা কখনোই নিয়মিত আয়োজন করতে পারেনি বোর্ড। সর্বশেষ সভা হয়েছিল ২০১৭ সালের ২ অক্টোবর। তার আগেরটি ২০১২ সালের ১ মার্চ। তার আগের সভা হয়েছে ২০১০ সালের ২৪ অক্টোবর।
এবার সভা সময়মত আয়োজন করতে না পারার কারণ হিসেবে বিসিবি দায় দিচ্ছে চলমান করোনাভাইরাস পরিস্থিতি। কিন্তু করোনার আগেও স্বাভাবিক সময়ে এই সভা নিয়মিত ছিল না। এইজন্য আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাকেও সামনে আনছেন তারা।
আজকের সভায় বিসিবির প্রধান নির্বাহী চলমান পরিচালনা পর্ষদের সাফল্যের খতিয়ান তুলে ধরবেন। প্রধান অর্থ কর্মকর্তা বিগত তিন বছরর আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করবেন।
Comments