ছবিতে সিলেটের নতুন গ্রাউন্ড

একের ভেতর দুই- অর্থাৎ এক স্টেডিয়াম আঙিয়ান দুটি গ্রাউন্ড। পাশাপাশি দুই মাঠেই একসঙ্গে চালানো যাবে দুই ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ তৈরি হয়ে গেছে পুরোপুরি। চারপাশে সবুজের গালিচায় ভরা গ্যালারি এই গ্রাউন্ডকে দিচ্ছে আলাদা বৈশিষ্ট্য।

অক্টোবরের মাঝামাঝিতে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের নতুন আসর। নতুন মাঠ হিসেবে এই আসরে যুক্ত হচ্ছে সিলেটের গ্রাউন্ড-২। একসঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ১ ও গ্রাউন্ড-২ দুই মাঠে চলবে দুই ম্যাচ।
একইভাবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আরও দুই ম্যাচ।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় সিলেটের এই স্টেডিয়াম। এরপর সেখানে হয়েছে ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ৪টি ওয়ানডে ও এক টেস্ট ম্যাচ।

এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা হয় সিলেটের মাঠে। এবার আরেকটি মাঠ যুক্ত হওয়ায় খেলার সংখ্যা বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

মূল দুই মাঠের মাঝে থাকছে নেট অনুশীলনের জন্য বেশ কয়েকটি উইকেট।

মূল মাঠের মতো নতুন গ্রাউন্ডের জন্যও থাকছে আলাদা দুটি ড্রেসিংরুম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের পরিচিতি এখন গ্রাউন্ড- ১
Comments