টানা চতুর্থ জয়ে আইপিএলের প্লে-অফে চেন্নাই

পয়েন্ট তালিকার শীর্ষ ও তলানির দলের লড়াইয়ে রোমাঞ্চের আভাস নিয়ে এলেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান ও জেসন হোল্ডার। কিন্তু সহজ লক্ষ্য তাড়ায় পা হড়কাল না চেন্নাই সুপার কিংস। টানা চতুর্থ জয়ে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করলেন মহেন্দ্র সিং ধোনিরা।
বৃহস্পতিবার শারজাহতে ২ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছে চেন্নাই। হায়দরাবাদের করা ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৩৯ রান তুলে জয় নিশ্চিত করেছে তারা।
জবাব দিতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ দু প্লেসি উদ্বোধনী জুটিতে আনেন ৬১ বলে ৭৫ রান। রুতুরাজকে হায়দরাবাদের দলনেতা কেন উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার হোল্ডার। তিনি ৩৮ বলে ৪৫ রান করেন ৪ চার ও ২ ছক্কায়।
৯ উইকেট হাতে নিয়ে এক পর্যায়ে ৩৬ বলে ৩২ রান দরকার ছিল চেন্নাইয়ের। তবে ৮ বলের মধ্যে মঈন আলী, সুরেশ রায়না ও দু প্লেসি সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে তারা। বারবার ডট বল খেলায় শেষ ১২ বলে তাদের প্রয়োজন পড়ে ১৬ রানের।
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের করা ১৯তম ওভারে ১৩ রান আদায় করে নাটকীয়তা তৈরির সম্ভাবনা শেষ করে দেন আম্বাতি রাইডু ও ধোনি। পরে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি।
রাইডু ১৩ বলে ১৭ ও ধোনি ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান দু প্লেসির ৩৬ বলে ৪১ রান আসে ৩ চার ও ২ চারের সাহায্যে। তাকে ও রায়নাকে একই ওভারে বিদায় করা হোল্ডার ৪ ওভারে ২৭ রানে নেন ৩ উইকেট। মঈনের উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার রশিদ সমান ওভারে সমান রান খরচ করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ পায়নি ভালো কোনো জুটি। জস হ্যাজেলউড, ডোয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজার নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে অভিষেক শর্মা ও আব্দুল সামাদের ২৪ বলে ৩৫ রানের জুটিই তাদের ইনিংসের সর্বোচ্চ।
দুজনের ব্যাট থেকেই আসে ১৮ রান করে। অভিষেক খেলেন ১৩ বল। সামাদ মোকাবিলা করেন ১৪ বলে। দুজন একই ওভারে শিকার হন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজেলউডের। হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ঋদ্ধিমান সাহা। তার ৪৬ বলের মন্থর ইনিংসে ১ চারের সঙ্গে ছিল ২ ছক্কা। তার উইকেটটি নেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার জাদেজা।
চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল হ্যাজেলউড। ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার ব্রাভো ২ উইকেট নিতে ৪ ওভারে খরচ করেন কেবল ১৭ রান। জাদেজা ১৪ রানে ১ উইকেট পান ৩ ওভারে। শার্দুল ঠাকুর উইকেটের স্বাদ নিলেও ছিলেন ভীষণ খরুচে। ৪ ওভার তিনি দেন ৩৭ রান।
১১ ম্যাচে ৯ জয়ে চেন্নাইয়ের অর্জন ১৮ পয়েন্ট। লিগ পর্বের বাকি ৩ ম্যাচে হারলেও আট দলের পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকবে তারা। অন্যদিকে, ১১ ম্যাচে কেবল ২ জয় পাওয়া হায়দরাবাদের পয়েন্ট ৪।
Comments