টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাবে ১৬ লাখ ডলার

t20 wolrd cup logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ যে দল জিতবে, তারা পুরস্কার হিসেবে পাবে ১৬ লাখ ডলার। ক্রিকেটের আধুনিকতম সংস্করণের বিশ্ব আসরে অংশ নেওয়া ১৬ দলের জন্যই থাকছে নানা অঙ্কের আর্থিক পুরস্কার। বিশ্বকাপের জন্য পুরস্কার হিসেবে সবমিলিয়ে ৫৬ লাখ ডলার প্রদান করবে আইসিসি।

রবিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের বিস্তারিত প্রকাশ করেছে।

বিশ্বকাপে রানার্সআপ হওয়া দল পাবে চ্যাম্পিয়নের অর্ধেক অর্থাৎ ৮ লাখ ডলার। সেমিফাইনালে বাদ পড়া দুই দলের প্রতিটির জন্য বরাদ্দ করা হয়েছে ৪ লাখ ডলার।

সুপার টুয়েলভ রাউন্ডে অনুষ্ঠেয় ৩০টি ম্যাচের বিজয়ী দলের জন্যও রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থা। প্রতি ম্যাচ জেতার জন্য মিলবে ৪০ হাজার ডলার। এই পর্ব থেকে ছিটকে যাওয়া আটটি দলকে ৭০ হাজার ডলার করে প্রদান করবে আইসিসি।

প্রথম রাউন্ডে মাঠে গড়াতে যাওয়া ১২টি ম্যাচের প্রতিটির জয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার ডলার। এই পর্ব থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটির জন্যও রাখা হয়েছে ৪০ হাজার ডলার।

আর্থিক পুরস্কারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতি ম্যাচে দুটি পানি পানের বিরতির ব্যবস্থা রেখেছে আইসিসি। প্রতি ইনিংসের ঠিক মাঝপথে নেওয়া হবে ২ মিনিট ৩০ সেকেন্ডের এই বিরতি।

প্রথম রাউন্ড দিয়ে আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমান লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। একই দিনের পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ রাউন্ড শুরু হবে আগামী ২৩ অক্টোবর। সেদিনের পরের ম্যাচে পড়বে ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম রাউন্ডে গ্রুপ 'এ'তে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। গ্রুপ 'বি'তে থাকা বাংলাদেশের তিন প্রতিপক্ষ হলো পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও ওমান। দুই গ্রুপের সেরা চারটি দল পাবে সুপার টুয়েলভের টিকিট।

সুপার টুয়েলভে আগেই জায়গা পেয়েছে আটটি দল। এক নম্বর গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই নম্বর গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago