ধোনির 'ডাবল সেঞ্চুরি'

বয়স ৪০ পেরিয়ে ৪১ ছুঁইছুঁই। তবুও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই পারফরম্যান্স করে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। একই সঙ্গে একের পর এক নতুন কীর্তিও গড়ে যাচ্ছেন তিনি। টি-টোয়েন্টি সংস্করণে প্রথম উইকেটরক্ষক হিসেবে ক্যাচ ধরার ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।
রোববার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৯১ রানের বিশাল জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। দারুণ এ জয়ের দিনে ক্যাচের ডাবল সেঞ্চুরি ছাড়াও আরও দুটি মাইলফলক স্পর্শ করেন ধোনি। অধিনায়ক হিসেবে ছয় হাজারী ক্লাবে যোগ দেওয়ার সঙ্গে আইপিএলে ডেথ ওভারে আড়াই হাজার রান পূরণ করেন এ উইকেটরক্ষক ব্যাটার।
এদিন ডাবল সেঞ্চুরি পূরণ করতে ২টি ক্যাচ দূরে ছিলেন চেন্নাই অধিনায়ক। ম্যাচের ১৮তম ওভারে ডোয়াইন ব্রাভোর বলে শার্দুল ঠাকুরের ক্যাচ ধরে অনন্য এ মাইলফলক পূরণ করেন তিনি। টি-টোয়েন্টিতে অবশ্য সবমিলিয়ে তার ক্যাচ সংখ্যা ২০৫টি। তবে ৫টি তিনি শুধু ফিল্ডার হিসেবে ধরেছেন।
এই তালিকায় ধোনির সবথেকে কাছে থাকা দীনেশ কার্তিকও রয়েছেন বেশ দূরে। তার ক্যাচ সংখ্যা ১৮২টি। তালিকায় তিন নম্বরে আছেন পাকিস্তানের কামরান আকমল। ১৭২টি ক্যাচের মালিক তিনি। চার ও পাঁচ নম্বরে কুইন্টন ডি'কক ও দীনেশ রামদিন ধরেছেন যথাক্রমে ১৬৬ ও ১৫০টি ক্যাচ।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৮ বলে ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন ধোনি। এই ইনিংসের সুবাদে বিরাট কোহলির পর মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রান করার নজির গড়ে ফেলেন তিনি। এছাড়া এ ইনিংসে আইপিএলে ডেথ ওভারে আড়াই হাজার রান পূরণ করেন। ডেথ ওভারে তার রান ২৫০৭। যেখানে দ্বিতীয় স্থানে থাকা পোলার্ডের সংগ্রহ ১৭০৫ রান।
Comments