নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশিত

চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৪ অগাস্ট বাংলাদেশে পা রাখবে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। তবে কখন থেকে ম্যাচগুলো শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। পরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫ ও ৮ তারিখে। শেষ ম্যাচ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর।
টি-টোয়েন্টির মূল লড়াই শুরুর আগে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সেটা হবে আগামী ২৯ অগাস্ট।
ইংল্যান্ড দল সফর স্থগিত করায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির শেষ মঞ্চ। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। তবে আগের দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করে যে, দেড় বছর পিছিয়ে গেছে সেই সফর। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে থ্রি লায়ন্সরা।
Comments