ক্রিকেট

নিজেকে অলরাউন্ডার ভাবতে শুরু করেছেন রশিদ

রোবাবার রাতে পুনেতে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১ বল আগে ৩ উইকেটে হারায় গুজরাট। চেন্নাইর ১৭০ রান টপকে জেতায় বড় অবদান ৫১ বলে অপরাজিত ৯৪ করা ডেভিড মিলারের। তবে মহা গুরুত্বপূর্ণ এক ইনিংসে ভূমিকা রাখেন রশিদ
rashid khan
ব্যাট হাতে বিস্ফোরক রশিদ খান। ছবি- আইপিএল ওয়েবসাইট

ম্যাচ জিততে শেষ ৩ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ৪৮ রান। বেশ কঠিন সেই সমীকরণ ক্রিস জর্ডানের এক ওভারেই সহজ করে দেন রশিদ খান। মারেন তিন ছক্কা আর এক চার, ওই ওভার থেকে ২৫ আসার পর ম্যাচ চলে আসে গুজরাটের কব্জায়। এই জয়ের পর আফফান তারকা রশিদ বললেন, নিজেকে এখন অলরাউন্ডার ভাবতে শুরু করেছেন তিনি।

রোবাবার রাতে পুনেতে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১ বল আগে ৩ উইকেটে হারায় গুজরাট। চেন্নাইর ১৭০ রান টপকে জেতায় বড় অবদান ৫১ বলে অপরাজিত ৯৪ করা ডেভিড মিলারের। তবে মহা গুরুত্বপূর্ণ এক ইনিংসে ভূমিকা রাখেন রশিদ। হার্দিক পান্ডিয়ার চোটে এই ম্যাচে অধিনায়কত্ব করা এই তারকা ২১ বলে খেলেন ৪০ রানের ইনিংস।

বড় রান তাড়ায় এদিন দুঃস্বপ্নের শুরু পায় গুজরাট। ১৬ রানে পড়ে ৩ উইকেট, ৪৮ রানে তারা হারিয়ে বসে ৪ ব্যাটসম্যান। খাদের কিনার থেকে দলকে একা ম্যাচে রাখেন মিলার। বাকিরা কেউ সঙ্গ দিতে না পারায় মিলারের কাজটা হচ্ছিল কঠিন। সাতে নেমে রশিদ মেলান সেই অভাব। একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলার ঘাটতি পূরণ করেন দারুণভাবে, 'দলের অধিনায়কত্ব পাওয়া ছিল স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু জেতাটাই ছিল সবচেয়ে স্মরণীয়। বিশেষ করে ব্যাট হাতে অবদান রাখতে পারায়। আমি ও ডেভিড (মিলার) খেলাটা শেষ পর্যন্ত নিতে চেয়েছিলাম। আমরা জানতাম ৭ ওভারে ৯০ নেওয়া সম্ভব। আমি ডেভিডকে বলেছি নিজের জোনে পেলেই পেটাতে হবে।'

বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে যেকোনো দলের জন্যই লোভনীয় নাম রশিদ। দলের বোলিংয়ের মূল ভরসা হলেও ব্যাট হাতে কিছু একটা করার খেদ ছিল এই আফগানের। এদিন জর্ডানের বলে কব্জির ব্যবহারে মেরেছেন দেখার মতো কিছু শট। রশিদ জানান তিনি নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেই নেমেছিলেন, 'আমাদের শক্ত লোয়ার অর্ডার আছে যারা জোরে মারতে পারে। প্রথম পাঁচ ম্যাচে আমি ব্যাটিং পাইনি। আমি নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি। দায়িত্বটা পালন করতে চেয়েছি। হ্যাঁ আমরা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলেছি। কিন্তু আমি আমার ব্যাটিং দক্ষতার উপর আস্থা রেখেছি। আমি ডেভিডকে বলেছিলাম কোন এক ওভারে যদি ২০ রান নিতে পারি তাহলে শেষ দুই ওভারে ৩০ রান লাগবে, যেটা সম্ভব। ভাগ্যপ্রসন্ন আমি সেটা পেরেছি।'

রশিদ কাজ অসমাপ্ত রেখে ফেরার পর বাকি কাজ সারেন মিলার। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছক্কা-চারে নিতে মেটান এক বল আগে। এই দক্ষিণ আফ্রিকানও প্রশংসায় ভাসছেন রশিদের ব্যাটিংয়ের, 'আমি বল দেখেছি এবং মেরেছি। রশিদের ব্যাটিং আমার উপর চাপ কমিয়ে দেয়। এটা ছিলন দুর্দান্ত ইনিংস। ওই ওভারটা ছিল ম্যাচ বদলে দেওয়া।'

Comments

The Daily Star  | English

3 Bangladeshis killed in Malaysia building collapse; 4 still missing

Rescuers are still searching for four missing workers believed to be pinned under the rubble where a building under construction had collapsed at about 9:45pm (local time)

55m ago