নিজে থেকে পদ ছাড়বেন না রমিজ রাজা!
পাকিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের পর পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজ রাজার পদ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গুঞ্জন রটেছিল যেকোনো সময় পদত্যাগ করতে পারেন রমিজ, সেরকম খবর বেরিয়েছিল পাকিস্তানের গণমাধ্যমেও। কিন্তু এবার জানা যাচ্ছে, আপাতত সেরকম কোন ইচ্ছা নেই তার।
অনাস্থা ভোটে হারার পর গত শনিবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত হন ইমরান। তার ঘনিষ্ঠ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসা রমিজের ভাগ্যও তাই ঝুলে যাওয়া স্বাভাবিক। নতুন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের ক্ষমতায় বসা শাহবাজ শরিফ রমিজকে এই পদে রাখতে চাইবেন না বলেই অনুমান দেশটির ক্রিকেট সংশ্লিষ্টদের।
সরকার প্রধান সরিয়ে দেওয়ার আগে নিজে থেকেই সরে যাওয়ার পথে হাঁটতে পারেন রমিজ, এমন সম্ভাবনা শোনা গেলেও পাকিস্তানের দৈনিক ডন জানাচ্ছে ভিন্ন খবর। সূত্রের বরাত দিয়ে তারা জানায়, নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন রমিজ। নিজে থেকে তিনি পদ ছাড়বেন না।
পদাধিকার বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক দেশটির প্রধানমন্ত্রী। এক্ষেত্রে শাহবাজের মতের উপরই নির্ভর করছে রমিজের ভাগ্য।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে মনোযোগ দেওয়া রমিজকে পিসিবিতে নিয়ে আসেন ইমরান। গত সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)'র ৩৬তম বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।
দায়িত্বের ছয় মাসের মধ্যেই বেশ ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাকে। রমিজের সময়েই দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে আসে অস্ট্রলিয়া ক্রিকেট দল। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে একটি চারজাতির টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনাও করেছিলেন তিনি। এই নিয়ে দৌড়ঝাপ করলেও আপাতত তাতে আইসিসির সায় মেলেনি। তবে এসব বিষয়ে ভাবনার আগে তাকে ভাবতে হচ্ছে নিজের পদ নিয়ে।
Comments