পান্ত-হার্দিকের ঝলকে সিরিজ জিতল ভারত

২৬০ রান তাড়ায় নেমে ৭২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। দলের প্রবল চাপে হার্দিক পান্ডিয়ার সঙ্গে দারুণ এক জুটিতে ম্যাচ ঘুরিয়ে দিলেন রিশভ পান্ত। আগ্রাসী সেঞ্চুরি তুলে বেশ আগেভাগেই শেষ করে দিলেন ম্যাচ। এর আগে ৪ উইকেট নিয়ে জেতার রাস্তায় বল হাতেও ভূমিকা রাখেন পান্ত।
রোববার ম্যানচেস্টারে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের ২৫৯ রান তারা পেরিয়ে যায় ৪৭ বল আগেই। দলকে জিতিয়ে ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন পান্ত, হার্দিক করেছেন ৫৫ বলে ৭১।
এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল রোহিত শর্মার দল।
২৬০ রান তাড়ায় তৃতীয় ওভারেই শেখর ধাওয়ানকে হারায় ভারত। মাত্র ১ রান করে রিচ টপলির শিকার হন তিনি। অধিনায়ক রোহিত শর্মার বিদায় পঞ্চম ওভারে। ১৭ রান করে টপলির বলে তিনি ক্যাচ দেন স্লিপে।
দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি এদিনও করেছেন হতাশ। আরও একবার থিতু হয়েও আউট হন ১৭ রান করে। তাকেও ছাঁটেন টপলি পরে ক্রেইগ ওভারটনের বলে সূর্যকুমার যাদব ফিরে গেলে ৭২ রানে ৪ উইকেট পড়ে যায় ভারতের।
বেগতিক পরিস্থিতিতে দমে না দিয়ে ধরণ অনুযায়ী আক্রমণ চালান পান্ত- হার্দিক। পঞ্চম উইকেটে ১১৫ বলে তারা যোগ করেন ১৩৩ রান। এতেই ম্যাচ হয়ে যায় সহজ।
টি-টোয়েন্টি মেজাজে ৫৫ বলে ৭১ রান করে ফেরেন হার্দিক। পরে রবীন্দ্র জাদেজাকে এক প্রান্তে রেখে মাত্র ৪০ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলা শেষ করে দেন তিনি।
ভারতের কিপার ব্যাটসম্যান ১২৫ রান করতে মেরেছেন ১৬ চার আর ২ ছক্কা। দেখিয়েছেন চেনা ঝাঁজ, শটের বাহারে ছড়িয়েছেন আলো। এর আগে ইংল্যান্ডকে ব্যাট করতে দিয়ে হার্দিক আর যুজভেন্দ্র চেহেলের তোপে মাথা তুলে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ইনিংস।
৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারাও। পরে জস বাটলার ও মঈন আলির ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তারা। বাটলার ৬০ ও মঈন ৩৪ করে ফিরে গেলে রান বাড়ান লিয়াম লিভিংস্টোন। শেষ দিকে ডেভিড উইলি ও ক্রেইক ওভারটন ৪৮ রানের আরেক জুটি গড়লে আড়াইশ ছাড়ায় ইংলিশরা। তবে এই রান পরে আর যথেষ্ট হয়নি।
Comments