পুজারা-কোহলির ব্যাটে ভারতের অসম্ভবের স্বপ্ন

 Cheteshwar Pujara
ছন্দে ফিরলেন পুজারা। ছবি: বিসিসিআই

১২ ইনিংস থেকে কোন ফিফটিও নেই চেতশ্বর পুজারার ব্যাটে। দলে জায়গা নিয়েই তাই উঠে গিয়েছিল প্রশ্ন। তবে নিজের ও দলের খাদের কিনার থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন তিনি। নিজেকে হারিয়ে খোঁজা অধিনায়ক বিরাট কোহলিও পেলেন তাল। বিশাল রানের বোঝা মাথায় নিয়ে ইংল্যান্ডের পিছ ছুটে লড়াই বাঁচিয়ে রেখেছে ভারত।

শুক্রবার হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৫ রান করেছে ভারত। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে যাওয়া দলটি যদিও এখনো পিছিয়ে আছে ১৩৯ রানে।

তবে ইনিংস হার এড়িয়ে দলকে একটা লিড পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পুজারা-কোহলি। ১৮০ বলে ৯১ রানে ব্যাট করছেন পুজারা। ৯৪ বলে ৪৫ করে টিকে আছেন কোহলি। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে এসে গেছে ৯৯ রান।

দিনের শুরুতে ইংল্যান্ডের শেষ দুই উইকেট নিতে খুব বেশি সময় লাগেনি ভারতের। আগের দিনের ৪২৩ রানের সঙ্গে আর কেবল ৯ রান যোগ করে গুটিয়ে যায় তারা। ৩৫৪ রানের বিশাল লিড হয়ে যায় ইংল্যান্ডের।

প্রথম ইনিংস বিপর্যয়ে ইনিংস হার এড়ানোই তখন বেশ কঠিন ভারতের। দুই ওপেনার রোহিত শর্মা-লোকেশ রাহুল আনেন সতর্ক শুরু। রান আসছিল ধীরে। তবে দুজনকেই আত্মবিশ্বাসী লাগলছিল। যদিও রিভিউ নিয়ে একবার বেঁচে দুই অঙ্কেই যাওয়া হয়নি রাহুলের। ৫৪ বলে ৮ রান করে লাঞ্চের ঠিক আগে ক্যাচ দেন স্লিপে।

এরপর দৃঢ়তা দেখানো রোহিতের সঙ্গে জমে চান পুজারা। ক্রিজে এসেই রান পেতে থাকেন তিনি। অতি মন্থর ব্যাটিংয়ের 'বদনাম' ঝেড়ে খেলতে থাকেন সাবলীলভাবে। রোহিত পেরিয়ে যান ফিফটি।

এই দুজনের ব্যাটে দ্বিতীয় সেশনে কোন উইকেটই হারায়নি ভারত। তবে শেষ সেশনে গিয়ে আর বেশিদূর যাওয়া হয়নি। ওলি রবিনসনের দারুণ এক বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫৯ করা রোহিত।

দিনের বাকিটা সময় দলকে আর বিপদে পড়তে দেননি পুজারা-কোহলি। চতুর্থ দিনের প্রথম সেশনে এই দুজন কেমন খেলেন তার উপর নির্ভর করছে হেডিংলি টেস্টের ভাগ্য।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৭৮

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৩২

ভারত দ্বিতীয় ইনিংস: ৮০ ওভারে ২১৫/২ (রোহিত ৫৯, রাহুল ৮, পুজারা ৯১*, কোহলি ৪৫*; অ্যান্ডারসন ০/৫১, রবিনসন ১/৪০, ওভারটন ১/৩৫, কারান ০/৪০, মইন ০/২৮, রুট ০/১৫)।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

7h ago