পুরো ম্যাচ ফি ও পাঁচ পয়েন্ট হারালো ইংল্যান্ড

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সঙ্গে শোচনীয় হারের ধাক্কার সঙ্গে আরও খারাপ খবর শুনল ইংল্যান্ড। স্লো ওভাররেটের কারণে ম্যাচ ফির পুরোটা জরিমানা হওয়ার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান পাঁচ পয়েন্ট হারিয়েছে তারা।
এই টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার কম করেছে ইংল্যান্ড। সেকারণে ম্যাচ রেফারি ডেভিড বুন মন্থর ওভার রেটের কারণে শাস্তি দেন ইংল্যান্ডের পুরো দলকেই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, এক ওভার কম করলেই ২০ শতাংশ ম্যাচ ফি এবং এক পয়েন্ট কাটা যাওয়ার নিয়ম আছে। পাঁচ ওভার কম করায় ৫ পয়েন্ট ও ১০০ শতাংশ ম্যাচ ফি হারায় ইংল্যান্ড।
এছাড়া শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের নায়ক ট্রেভিস হেড। পাঁচ নম্বরে নেমে প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৫২ রান। তবে ইনিংসটি খেলার পথে অশোভন ভাষায় প্রতিপক্ষের উদ্দেশ্যে কথা বলেছিলেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩ পয়েন্ট ছিল ইংল্যান্ডের। ৫ পয়েন্ট কাটা যাওয়ায় ৯ পয়েন্ট নিয়ে তারা এখন ছয় নম্বরে। শনিবার ব্রিসবেনে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে অ্যাশেজে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া।
Comments