পেস বোলিং কোচ নিয়োগে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি

Khaled mahmud sujon
খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি

প্রায় এক মাস হতে চলল চুক্তি নবায়ন না করে পিএসএলে পাড়ি জমিয়েছেন ওটিস গিবসন। তারপর এখন পর্যন্ত নতুন পেস বোলিং কোচ হিসেবে কাউকে নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও নানা নামই উঠে আসছে গুঞ্জন হিসেবে। তবে দেখে শুনে যাচাই বাছাই করেই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। এমনটাই বলেছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দলে গিবসন অধ্যায় অবশ্য খুব একটা খারাপ ছিল না। সাম্প্রতিক সময়ে পেসাররা ভালোই পারফর্ম করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেনি বিসিবি। পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের সঙ্গে যোগ দিয়েছেন এ ক্যারিবিয়ান। এরপর আলোচনায় ছিলেন বিপিএলে সিলেট সানরাইজার্সের পেস বোলিং কোচ হিসেবে আসা শন টেইট। পিএসএলে যোগ দিয়েছেন তিনিও।

নতুন করে গুঞ্জন রয়েছে লঙ্কান তারকা চামিন্দা ভাসকে নিয়েও। তবে কোচ নেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে রাজী নন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর, 'আমরা আসলে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। দেখা যায় তাড়াহুড়োর কাজটা কখনোই ভালো হয় না। চামিন্দা ভাসের নাম এসেছে, চামিন্দা অবশ্যই অনেক বড় খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে কত বড় আমি আসলে… প্রমাণিত না এটা। উনি কোচিং করাচ্ছেন এমন কিছু। কিন্তু কথা হচ্ছে, আমার মতামত হলো তাড়াহুড়োটা খুব একটা ভালো হবে।'

নতুন কোচের তালিকায় আলোচনায় আছেন এইচপি দলের কোচ চম্পাকা রামানায়েকও। গুঞ্জন রয়েছে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন এ লঙ্কান। দেশের ক্রিকেটে অনেক দিন থেকেই আছেন তিনি। এইচপিতে কাজ করায় তরুণ পেসারদের সঙ্গে তার সখ্যতাও দারুণ।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চম্পাকার পক্ষে সাফাই গাইলেন সুজনও। তবে দীর্ঘমেয়াদী হিসেবে নতুন কাউকে চান তিনি, 'চম্পাকা এ দেশে অনেক দিন ধরে কাজ করছে। যত তরুণ পেসার উঠে এসেছে, চম্পাকার সাথে কোনো না কোনোভাবে কাজ করেছে। সুতরাং চম্পাকা ওদের ব্যাকগ্রাউন্ড জানে, সবই জানে। এখনকার একটা সমাধান হয়তো চম্পাকা হতে পারে। তবে দীর্ঘমেয়াদী চিন্তা করলে আমরা এমন কাউকে নিতে চাই যাকে নিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ফলপ্রসূ হবে।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

6h ago