বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

Matthew Wade
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছিটকে যাওয়ার পর টি-টোয়েন্টি দলে কাকে অধিনায়ক করবে তা নিয়ে দোলাচলে ছিল অস্ট্রেলিয়া। বেশ কয়েকজন ছিলেন আলোচনা। অবশেষে ম্যাচের আগের দিন তা খোলাসা করেছে অজিরা। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়কত্ব ম্যাথু ওয়েডকে দেওয়া হয়েছে।

কিপার-ব্যাটসম্যান ওয়েড এর আগে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্কোয়াডে থাকা আরেক কিপার অ্যালেক্স ক্যারি একাদশে থাকলে স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই মিডল অর্ডারে খেলবেন ওয়েড।

নেতৃত্ব পেয়ে অনভিজ্ঞ দলটি নিয়ে বড় কিছু করার আশা ওয়েডের। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই জায়গা থেকে ভালো করার প্রত্যাশা তার।

এদিকে অস্ট্রেলিয়ার মূল স্কোয়াডে এসেছে কিছুটা বদল। চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলার রাইলি মেরেডিথ। তার জায়গায় রিজার্ভ বেঞ্চ থেকে মূল স্কোয়াডে প্রবেশ করেছেন তাসমানিয়ার তরুণ পেসার ন্যাথান এলিস।

নতুন একজন চোটে পড়লেও একজন সেরেও উঠেছেন। ব্যাটসম্যান বেন ম্যাকডারমট গোড়ালির চোট থেকে সেরে এখন খেলার মতো ফিট আছেন।

অস্ট্রেলিয়া স্কোয়াড:  অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনড্রফ, আলেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড, মোজেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, ন্যাথান ইলিস, জস ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, আন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

রিজার্ভ-  তানবীর সাঙ্গা।

কোচ- জাস্টিন ল্যাঙ্গার

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs: information adviser

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

39m ago