বাংলাদেশ নারী দলের ৩ সদস্য করোনায় আক্রান্ত

ফাইল ছবি: সংগৃহীত

শঙ্কা ছিল আগেই। ক্রমেই যে হারে ফের ভয়ানক হয়ে উঠেছে করোনাভাইরাস তাতে জাতীয় দলের নারী ক্রিকেটারদের যে কেউ আক্রান্ত হতে পারেন। শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হলো। নারী ক্রিকেট দলের তিন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।

মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করে ডেইলি স্টারকে বিসিবি পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, 'আমাদের নারী দলের তিনজন সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের একজন খেলোয়াড়, একজন ট্রেনার ও আরেকজন কোচিং স্টাফের সদস্য।'

আক্রান্ত হলেও তিন সদস্যই সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নাদেল, 'এ মুহূর্তে তাদের কোন উপসর্গ নেই। তারা সুস্থই আছে। ৮ দিন পর আবার তাদের পরীক্ষা করা হবে, নেগেটিভ এলে ১০-১১ তারিখের মধ্যে দলের সঙ্গে যুক্ত হতে পারবেন তারা।'

তিন সদস্যকে ছাড়াই বিশ্বকাপের পথে রওনা হচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। এক খেলোয়াড় আক্রান্ত হওয়ায় আগের দিন নুজহাত তাসনিয়াকে যোগ করা হয় স্কোয়াডে। আজ দুপুর ১টায় নিউজিল্যান্ডের পথে রওনা হবে নারী দল।

নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টিন করতে হবে নারী দলকে। এরপর সুযোগ মিলবে মাঠের অনুশীলনের। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলে মিরপুরে মাত্র পাঁচ দিন ক্যাম্প করতে পেরেছেন বাঘিনীরা।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগামী ৪ মার্চ শুরু হবে এ আসর।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

15m ago