বাতিলই হলো ইংল্যান্ড-ভারতের শেষ টেস্ট

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভারতের কোচিং স্টাফদের মাঝে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় তারা।

ওভালে চতুর্থ টেস্ট চলাকালীন সময়ে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তাই আইসোলেশনে পাঠানো হয় তাকে। সতর্কতার অংশ হিসেবে তারসঙ্গে দলটির বোলিং কোচ ভারত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকেও আইসোলেশনে পাঠানো হয়।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত দুই দিনে বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় ম্যানচেস্টার টেস্টে টেস্টে মাঠে নামা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একাধিক ভারতীয় খেলোয়াড়। যদিও আগের পিসিআর টেস্টে ভারত দলের খেলোয়াড়দের নেগেটিভ ফল আসে। তবে দ্বিতীয় দফা পরীক্ষার ফল এখনও আসেনি।

তবে টেস্টটি বাতিল হলেও সিরিজের ফলাফলটা আসলে কী হবে তা এখনও পরিষ্কার নয়। সব সিদ্ধান্ত নির্ভর করছে আইসিসির ওপর। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সঙ্গে আলোচনা করেই বিষয়টি সুরাহা করা হবে। তবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, করোনা সংক্রমণের ঝুঁকি থাকলে টেস্ট পরিত্যক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া যাবে।

Comments