বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সোমবার

নানা প্রতিকূলতা শেষে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসর। এর জন্য দল গোছানোর জন্য আগামীকালই ভিন্ন লড়াইয়ে নামছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
এরমধ্যেই অবশ্য ছয়জন দেশী ক্রিকেটারকে দলে টেনেছে ছয় ফ্র্যাঞ্চাইজি। অলরাউন্ডার সাকিব আল হাসানকে বরিশাল, মোস্তাফিজুর রহমানকে কুমিল্লা, মুশফিকুর রহিমকে খুলনা, সৌম্য সরকারকে ঢাকা, তাসকিন আহমেদকে সিলেট ও নাসুম আহমেদকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দলে টেনেছে। মাশরাফি, তামিম ও মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের ভাগ্য এখনও নিশ্চিত হয়নি। ড্রাফটের মূল আকর্ষণই থাকবেন এই তিন তারকা।
বিদেশি ক্রিকেটারের কোটাতে একাধিক ক্রিকেটারদের সরাসরি চুক্তি করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। ড্রাফটের বাইরে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় কেনার সুযোগ পুরোটাই কাজে লাগিয়েছে অনেকে। দল পূর্ণ দল করতে আগামীকাল ড্রাফটে নামছে তারা।
এবারের বিপিএলে একাদশে বিদেশি ক্রিকেটারের কোটা কমানো হয়েছে। একাদশে সর্বোচ্চ তিনজন খেলাতে পারবে দলগুলো। তাই স্বাভাবিকভাবেই দেশি খেলোয়াড়দের চাহিদা বেড়েছে। তবে স্কোয়াডে সর্বোচ্চ আটজনকে বিদেশি অন্তর্ভুক্ত করতে পারবে দলগুলো। স্থানীয় খেলোয়াড়দের কোটা সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১৪ জন।
প্লেয়ার্স ড্রাফটে ৬টি গ্রেডে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। বরাবরের মতো 'এ' গ্রেডের ক্রিকেটাররা পাচ্ছেন সর্বোচ্চ ৭০ লাখ টাকা। এই গ্রেডে আছেন দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।
'বি' গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন ৩৫ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন ১৫ জন ক্রিকেটার। 'সি' গ্রেডে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। আছেন ৩৩ জন ক্রিকেটার। ১৮ লাখ টাকা মূল্যের 'ডি' ক্যাটাগরিতে আছেন ৪৫ ক্রিকেটার। 'ই' গ্রেডে থাকা ৩৫ জন ক্রিকেটারদের মূল্য ১২ লাখ টাকা। এছাড়া ৫ লাখ টাকা মূল্যের 'এফ' গ্রেডে সর্বাধিক ৭৬ জন ক্রিকেটার রয়েছেন।
সবমিলিয়ে ড্রাফটে থাকছে ২১০ জন দেশি ক্রিকেটার। আর বিদেশি খেলোয়াড়ের চারশ'রও বেশি। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) প্রায় একই সময়ে হয়ে যাওয়ায় অনেক তারকা খেলোয়াড় পাচ্ছে না বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।
Comments