বুমরাহকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন: লারা

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার তার রেকর্ড কেউ না কেউ ভাঙবেন, এটা নিশ্চয়ই জানতেন ব্রায়ান লারা। কিন্তু তাই বলে জাসপ্রিট বুমরাহর মতো দশ নম্বরে নামা কেউ হবেন তা তিনি কেন, কেউই কল্পনা করেননি। সেই কাণ্ডটি হয়ে যাওয়ার পর ভারতীয় লাইন ধরে অভিনন্দন জানতে আহবান জানিয়েছেন এই কিংবদন্তি। 
ছবি: এএফপি

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার তার রেকর্ড কেউ না কেউ ভাঙবেন, এটা নিশ্চয়ই জানতেন ব্রায়ান লারা। কিন্তু তাই বলে জাসপ্রিট বুমরাহর মতো দশ নম্বরে নামা কেউ হবেন তা তিনি কেন, কেউই কল্পনা করেননি। সেই কাণ্ডটি হয়ে যাওয়ার পর ভারতীয় লাইন ধরে অভিনন্দন জানতে আহবান জানিয়েছেন এই কিংবদন্তি। 

শনিবার এজভাস্টন টেস্টের দ্বিতীয় দিনে স্টুয়ার্ট ব্রডের বলে হয়ে যায় বিস্ময়কর রেকর্ড। ব্রডকে পিটিয়ে এক ওভারে বুমরাহ একাই নেই ২৯ রান। ওয়াইডসহ বাই থেকে ৫ রান আর একটি নো বল মিলিয়ে ওভারে আসে ৩৫ রান!

এতেই ভেঙে যায় লারা ও জর্জ বেইলির রেকর্ড। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনকে ৪ টি বাউন্ডারি ও দুটি ছক্কায় ২৮ তুলেন লারা। ২০১৩ সালে জিমি অ্যান্ডারসনের এক ওভারে তিন ছক্কা, দুই চার ও একটি দুই রান নিয়ে লারাকে স্পর্শ করেন বেইলি।

এই দুজনই ছিলেন চূড়ায়। তাদের সঙ্গে ২০২০ সালে যোগ দেন আরেকজন যার কথাও কেউ ভাবেনি। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটকে ৩ চার ও দুই ছক্কা মেরে দেন। বাই থেকে আসে আরও ৪ রান।

তাদের সবার রেকর্ড এখন বুমহার নিচে নামিয়ে দিলেন। ব্রডকে পিটিয়ে করে দিলেন এলোমেলো।  এই রেকর্ডের পর টুইট করে বুমরাহকে অভিনন্দন জানান লারা, 'টেস্টে ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ায় জাসপ্রিত বুমরাহকে অভিনন্দন জানানোর লাইনে আমার সঙ্গে সবাই যোগ দিন, ওয়েল ডান।'

ব্রডের জন্য আবার খুবই পীড়াদায়ক ঘটনা। টি-টোয়েন্টিতেও এক ওভারে বেশি রান দেওয়ার বিব্রতকর রেকর্ডে আছেন ব্রড। সেটাও ভারতের বিপক্ষে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং তার ওভারে মেরেছিলেন ৬ ছক্কা। যা ক্রিকেট রোমাঞ্চের বড় এক ঘটনা।

সেদিক থেকে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন রবিন পিটারসেন। প্রোটিয়া এই সাবেক স্পিনার মজা করে টুইট করে নিজের নিষ্কৃতির উদযাপনই যেন করলেন।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক লোকেশ রাহুল না থাকায় ভারতকে এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। টেস্ট অধিনায়কত্বের অভিষেকে বিশ্বরেকর্ডের পাশাপাশি বল হাতেও ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দিচ্ছেন তিনি।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

1h ago