ভারত দলে ফিরলেন চোট থেকে সেরে ওঠা রোহিত

চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। তার পরিবর্তে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়কত্ব করেন কেএল রাহুল।
বুধবার রাতে দুই সিরিজের জন্য ১৮ সদস্যের দুটি দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে রয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠা তারকা ওপেনিং ব্যাটার রোহিতের নাম। ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে কয়েক দিন আগে চোটে পড়েছিলেন তিনি।
ওয়ানডে স্কোয়াডে রোহিতের পাশাপাশি ফিরেছেন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। প্রথমবারের মতো ডাক পাওয়া তিন ক্রিকেটার হলেন দীপক হুডা, রবি বিষ্ণোই ও আভেস খান। টি-টোয়েন্টি স্কোয়াডেও ফিরেছেন সুন্দর। বিষ্ণোইও জায়গা করে নিয়েছেন সেখানে।
জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে গোটা সিরিজ থেকে দেওয়া হয়েছে বিশ্রাম। রাহুল প্রথম ওয়ানডে খেলতে না পারলেও বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো স্কোয়াডেই জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে আগামী ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কলকাতা। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।
ভারত ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, রিশভ পান্ত, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, আভেস খান, যুজবেন্দ্র চাহাল।
ভারত টি-টোয়েন্টি দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেস খান, যুজবেন্দ্র চাহাল।
Comments