মিচেলের ১৯০ রানে এগিয়ে নিউজিল্যান্ড

সেঞ্চুরির আভাসটা আগের দিনই দিয়েছিলেন ড্যারিল মিচেল। এদিন প্রথম সেশনেই তুলে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ১০ রান দূরে থামতে হয় তাকে। তবে প্রথম ইনিংসে দলকে এনে দিয়েছেন বড় পুঁজি। অবশ্য ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ডও।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শনিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৫৫৩ রানে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯০ রান তুলে দিন শেষ করেছেন ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৪৬৩ রানে এগিয়ে আছে সফরকারীরা।
আগের দিনের ৪ উইকেটে ৩১৮ রানে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা এদিনও দারুণ হয়। সকালে আরও ৮৭ রান যোগ করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টম ব্লান্ডেল ও মিচেল। ব্লান্ডেলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন জ্যাক লিচ। এরপর মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৯১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন মিচেল।
হাফসেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে ব্রেসওয়েলকে অধিনায়ক বেন স্টোকসের ক্যাচে পরিণত করেন জেমস অ্যান্ডারসন। এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিচেল। তাকে কিছুটা সহায়তা করেন কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।
তবে শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি মিচেলের। দারুণ এক স্লোয়ারে উইকেটরক্ষক বেন ফোকসের ক্যাচে পরিণত করে তাকে সাজঘরে পাঠান ম্যাথিউ পটস। ৩১৮ বলে ১৯০ রানের ইনিংস খেলেন এ ব্যাটার। ২৩টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। তিন অঙ্কের ছোঁয়া পেয়েছেন ব্লান্ডেলও। ১৯৮ বলে ১৪টি চারের সাহায্যে ১০৬ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটার। এছাড়া ব্রেসওয়েল করেন ৪৯ রান।
ইংল্যান্ডের পক্ষে ৬২ রানের খরচায় ৩টি উইকেট নেন অ্যান্ডারসন। এছাড়া স্টুয়ার্ট ব্রড, স্টোকস ও লিচ ২টি করে উইকেট পান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে ওপেনার জ্যাক ক্রাউলিকে হারায় ইংল্যান্ড। তাকে ব্লান্ডেলের ক্যাচ পরিণত করেন বোল্ট। এরপর অলি পোপকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার আলেক্স লিস। অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি গড়ে দারুণ জবাব দিচ্ছেন তারা। লিস ৩৪ ও পোপ ৫১ রানে ব্যাট করছেন।
Comments