মোস্তাফিজদের দলে আবার করোনার হানা

করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টের শুরুর দিকে একবার আইসোলেশনে যেতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। আবারও দলটি পড়ল একই রকম বিড়ম্বনায়। একজন নেট বোলারের কোভিড-১৯ পজিটিভ আসার পর মোস্তাফিজুর রহমানদের পুরো দলকে ফের আইসোলেশনে পাঠানো হয়েছে।

বিসিসিআই নিজেদের ওয়েবসাইটে জানায়, নিয়মিত পরীক্ষায় একজন নেট বোলারের কোভিড-১৯ পজিটিভ আসে। আজ রোববার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, রোববার সকালে দিল্লির সব সদস্যের আরেক দফা পরীক্ষা করা হয়েছে। ফল না আসা পর্যন্ত তাদের সবাইকে নিজ নিজ রুমে আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ দিল্লির ছয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। ফিজিও প্যাট্রিক ফরহার্ট, অলরাউন্ডার মিচেল মার্শ, কিপার-ব্যাটসম্যান টিম সেইফার্ট ছিলেন তাদের মধ্যে।

এরপর পুনে থেকে তাদের দুটি ম্যাচ মুম্বাইতে সরিয়ে আনা হয়েছিল। এবার চেন্নার বিপক্ষে ম্যাচের আগে দলটি পড়ল নতুন করে বিড়ম্বনায়।

Comments