মোস্তাফিজের কাছ থেকে প্রতিনিয়ত শেখেন সাকারিয়া

দুইজনেই বাঁহাতি। রাজস্থান রয়্যালসের হয়ে দুজনেই রাখছেন অবদান। তবে মোস্তাফিজুর রহমানের স্কিল, অভিজ্ঞতা আর ম্যাচ পরিস্থিতির বিচারে পারফরম্যান্সে তাকে 'শিক্ষক' মানছেন ভারতের তরুণ পেসার চেতন সাকারিয়া। মোস্তাফিজও এই তরুণকে করছেন সহায়তা।
শনিবার সন্ধ্যায় আইপিএলের ম্যাচে হতাশার সময় কেটেছে মোস্তাফিজ-সাকারিয়াদের। নিজেরা ভালো করলেও দল জিততে পারেনি।
দিল্লি ক্যাপিটালসে ১৫৪ রানে আটকে রাখতে দুই পেসারই রাখেন ভূমিকা। কিন্তু রান তাড়ায় রাজস্থান করতে পারেনি ১২১ রানের বেশি। মোস্তাফিজ তার ৪ ওভারে ২২ রান দিয়ে ফেরান রিশভ পান্ত আর শিমরন হেটমায়ারকে। ৪ ওভারে ৩৩ রান দিয়ে পৃথ্বী শ আর আক্সার প্যাটেলের উইকেট তুলেন সাকারিয়া।
খেলার মাঝের বিরতিতে ধারাভাষ্যকার হার্শা ভোগলে সাকারিয়াকে জিজ্ঞেস করেছিলেন মোস্তাফিজের সঙ্গে বোলিং নিয়ে কতটা কথা হয়। ২৩ বছরের তরুণ জানালেন, মোস্তাফিজ প্রতিনিয়ত তাকে দেন তালিম, 'আমাদের মধ্যে কথা চলেই। মোস্তাফিজকে আমাকে সব সময় টিপস দেন, শেখান। তার চিন্তার জায়গা একদম পরিষ্কার। তিনি যে পরিকল্পনা নিয়ে নামেন তাতে পুরোপুরি আস্থা থাকে। তার মাথায় ঠিক করা থাকে কোন পরিস্থিতিতে কে বল করা লাগবে। আমাকে সব সময় সাহায্য করেন।'
এবার আইপিএলে পারফরম্যান্স উঠা-নামার মধ্যে থাকা রাজস্থান বর্তমানে ৮ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে। প্লে অফ রাউন্ড নিশ্চিত করতে তাদের সামনে জেতার বিকল্প নেই।
সোমবার মোস্তাফিজদের পরের ম্যাচের প্রতিপক্ষে সানরাইজার্স হায়দরবাদ।
Comments