রমিজ রাজার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন সালমান বাটের

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার নীতি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সালমান বাট। জুনিয়র লেভেলের ক্রিকেট সম্পর্কে রমিজ কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে পিসিবি চেয়ারম্যানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বাট।
রমিজ পিসিবির দায়িত্ব নেওয়ার পর জুনিয়র লেভেলে পিএসএলের আদলে একটি ফ্র্যাঞ্জাইজি লিগের আয়োজন করতে যাচ্ছেন। যেখানে ম্যাচের পরিধি ২০ ওভার। মূলত এর জন্য খেপেছেন বাট। ২০ ওভারের ক্রিকেটে একজন তরুণ ক্রিকেটার নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে স্কুল ক্রিকেটে সিনিয়ররা খেলায় আরও বেশি সমালোচনা করেন।
সবমিলিয়ে তৃণমূল ক্রিকেটের গতিশীলতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে রমিজ অবগত নন বলেই তোপ দাগান বাট, 'সাম্প্রতিক সময়ে, স্কুল চ্যাম্পিয়নশিপের সময়, এমন সব খেলোয়াড় ছিল যারা স্কুলের ছিল না এবং প্রকৃতপক্ষে তারা বহিরাগত ছিল। তবুও টুর্নামেন্টে খেলেছে।'
যুবাদের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয় ৫০ ওভারের সংস্করণে। সেখানে নেই কোনো ২০ ওভারের টুর্নামেন্ট। তারপরও জুনিয়রদের নিয়ে ক্রিকেটের ছোট সংস্করণ আয়োজনে আদতে কোনো লাভ হবে না বলে মনে করেন বাট।
'পিসিবি সেই বয়সের ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি সংস্করণের জুনিয়র লিগ আয়োজনের পরিকল্পনা করছে যেখানে আন্তর্জাতিক অঙ্গনে ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। ফলে শুধুমাত্র কয়েকজন খেলোয়াড় যারা পাকিস্তান জুনিয়র লিগের মাধ্যমে পিএসএলের স্তরে পৌঁছাতে পারবে।'
'শুধুমাত্র চার ওভারের ক্রিকেটের জন্য উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা এবং ফিটনেস হ্রাসের কারণ হয়ে দাঁড়াবে। এটি উদীয়মান ক্রিকেটারদের ক্ষমতাকে সীমাবদ্ধ করে তুলবে। ক্যারিয়ারে তারা শুধুমাত্র টি-টোয়েন্টি সংস্করণকেই পছন্দ করবে।'
তরুণদের তিন সংস্করণের ক্রিকেট খেলতে আগ্রহী না করলে দেশের জন্য উল্টো ক্ষতি হবে বলে মনে করেন এ সাবেক অধিনায়ক, 'পিসিবি যাদের তিন ফরম্যাটেই খেলার কথা বিবেচনা করে না তাদের আর্থিক ভবিষ্যৎ কী? রমিজ রাজা পাকিস্তানের ক্রিকেট মহলকে সম্পূর্ণ সত্য বলতে পারছেন না।'
রমিজ পিসিবিতে এককভাবে রাজত্ব করতে চান বলে মন্তব্য করেন তিনি, 'রমিজ রাজা একক রাজত্বে বিশ্বাস করেন, কাউকে তাকে পাল্টা প্রশ্ন করার অনুমতি দেন না, এমনকি সংবাদ সম্মেলন কিংবা সেই ক্ষেত্রের বিশেষজ্ঞদেরও না। তিনি কাউকে উত্তর দিতে চান না।'
Comments