রাহুল-অশ্বিনের লড়াইয়ে দুইশ পার করল ভারত

সফরের প্রথম টেস্টেই দক্ষিণ আফ্রিকার দুর্গ সেঞ্চুরিয়ান জয় করেছে ভারত। এবার লক্ষ্য দেশটির মাটিতে প্রথমবারের সিরিজ জয়। সে লক্ষ্যে দ্বিতীয় টেস্টের শুরুটা সে অর্থে ভালো হয়নি। অধিনায়ক লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কোনো ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। ফলে কোনোমতে দুইশ পার করেই থেমেছে দলটি।

জোহানেসবার্গে সোমবার টেস্টের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৫ রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনও ১৬৭ রানে গিয়ে আছে ভারত।

পিঠের ব্যথায় কাবু হয়ে এ টেস্ট থেকে ছিটকে যাওয়া বিরাট কোহলি বদলে নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে লোকেশ রাহুলের হাতে। ৩১ বছর পর মোহাম্মদ আজহার উদ্দিনের মতো সরাসরি টেস্টের নেতৃত্ব দিয়ে শুরু। আর টসও জিতে নেন তিনি। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তার দল।

অধিনায়ক রাহুল এক প্রান্ত আগলে ধরে ছিলেন। কিন্তু ওপর প্রান্তে থিতু হতে পারেননি কেউ। দলীয় ১১৬ রানে অধিনায়ক বিদায় নিলে এবার এক প্রান্ত আগলে রাখেন অশ্বিন। এবারও তার সঙ্গে অপর প্রান্তে আশা জাগানিয়া ব্যাটিং করতে পারেননি কেউ। ফলে ২০২ রানের বেশি করতে পারেনি দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন রাহুল। ১৩৩ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এ ব্যাটার ছাড়া বলার মতো রান করতে পেরেছেন অশ্বিন। ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালান এ অলরাউন্ডার। ৫০ বলে ৬টি চারে করেন এ রান।

এদিন মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে অধিনায়কের ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। যেখানে মায়াঙ্কই করেন ২৬ রান। তিন নম্বরে নেমে ফের ব্যর্থ চেতশ্বর পুজারা (৩)। রাহানে তো খাতাই খুলতে পারেননি। কোহলির জায়গায় সুযোগ পেয়ে হনুমা বিহারী করেছেন ২০ রান। উইকেটরক্ষক রিশাভ পান্ত করেন ১৭ রান। এছাড়া লেজের ব্যাটার জাসপ্রিত বুমরাহ ১৪ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মার্কো জানসেন ৩১ রানের খরচায় ৪টি উইকেট পেয়েছেন। এছাড়া কাগিসো রাবাডা ও অলিভিয়ের ৩টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে এইডেন মার্করামের উইকেট হারালে বেশ সাবধানী ব্যাটিং করতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১৮ ওভারে ৩৫ রান তুলে দিন শেষ করে দলটি। অধিনায়ক ডিন এলগার ১১ ও কিগান পিটারসেন ১৪ রানে উইকেটে আছেন। ভারতের একমাত্র উইকেটটি পেয়েছেন মোহাম্মদ শামি। 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago