রিজওয়ানকে বল করতে দেখে খুনসুটিতে মাতলেন শাহীন

mohammad rizwan & Shahin shah afridi
মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। ফাইল ছবি

কাউন্টি খেলতে গিয়ে নিয়মিতই খবরে আসছেন মোহাম্মদ রিজওয়াজ। সাসেক্সের হয়ে প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর তৃতীয় ম্যাচে চেতশ্বর পুজারার সঙ্গে বড় জুটিতে আসেন আলোচনায়। এবার কিপিং গ্লাভস হাতে পরিচিত রিজওয়ান বোলিং করে কাড়লেন আলো। তাকে বল করতে দেখে খুনসুটিতে মেতেছে সতীর্থ শাহীন শাহ আফ্রিদি।

হোভে গ্রাউন্ডে ডারহাম- সাসেক্সের লড়াই হয়েছে ড্র। ডারহামের ২২৩ রানের জবাবে পুজারার ডাবল সেঞ্চুরিতে ৫৩৮ রান করেছিল সাসেক্স। জবাবে ডারহাম দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৬৪ রান করে ইনিংস ছেড়ে দেওয়ার পর ড্র মেনে নেয় দুদল।

নিষ্প্রাণ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা না থাকায় রিজওয়ান বল হাতেই রাখেন ভূমিকা। মিডিয়াম পেসে করেছেন ২ ওভার। ৫ রান খরচায় ছিলেন উইকেট শূন্য।

রিজওয়ানের বোলিংয়ের ফুটেজ টুইটারে শেয়ার করে সাসেক্স। ভিডিওটি দেখে পাকিস্তানি গতি তারকা শাহীন আফ্রিদি বেশ মজা পেয়েছেন। শেয়ার করে শাহীন লিখেছেন, 'রিজ্জি ভাই, এখন কি অবসর নিয়ে নেব নাকি? আপনি এগুলো কী শুরু করেছেন? আমাদের জন্য কিছু বাকি রাখেন!'

এমনিতে উইকেটকিপার রিজওয়ানের এর আগেও বল করার নজির আছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২ ইনিংসে বল করে ৪ উইকেট আছে তার। স্বীকৃত টি-টোয়েন্টিতেও একবার বল করেছেন। আছে একটি উইকেটও।

Comments