রিজওয়ানের সঙ্গে জুটি বেধে আরেক ডাবল সেঞ্চুরিতে পুজারার রেকর্ড

cheteshwar pujara & mohammad Rizwan
জুটিতে ভারতের চেতশ্বর পুজারা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ফাইল ছবি

চরম ফর্মহীনতায় ভারতের টেস্ট দল থেকে জায়গা হারিয়েছিলেন চেতশ্বর পুজারা। ফেরার লড়াইয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট বেছে নেওয়া এই ব্যাটসম্যান তিন ম্যাচের মধ্যেই করেছেন দুই ডাবল সেঞ্চুরি। এতে করে মোহাম্মদ আজহারউদ্দিনের ২৮ বছর পুরনো রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

সাসেক্সের হয়ে এবার কাউন্টিতে প্রথম ম্যাচেই করেছিলেন অপরাজিত ২০১ রান। তৃতীয় ম্যাচে ডারহামের বিপক্ষে শনিবার আউট হওয়ার আগে করেন ২০৩।

এতে কোন ভারতীয় ক্রিকেটার এক মৌসুমেই করলেন দুই ডাবল সেঞ্চুরি। ভারতীয় ব্যাটসম্যানদের হয়ে একমাত্র আজহারউদ্দিনেরই এর আগে কাউন্টিতে ছিল দুটি ডাবল সেঞ্চুরি। তবে দুই ডাবল আলাদা দুটি মৌসুমে করেছিলেন আজহার। ১৯৯১ সালে ডার্বিশায়ারের হয়ে ২১২ রান করেন আজহার । ১৯৯৪ সালে একই দলের হয়ে করেন ২০৫ রান।

এবার এক মৌসুমে দুই ডাবল সেঞ্চুরি করে অনন্য জায়গায় বসলেন পুজারা। ডাবল সেঞ্চুরির পথে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পঞ্চম উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন পুজারা। রিজওয়ান করেন ৭৯ রান।

আরেকটি রেকর্ড ঋদ্ধ করেছেন ভারতের এই ডানহাতি। এই নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫টি ডাবল সেঞ্চুরি হলো পুজারার। এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে এককভাবে ডাবল সেঞ্চুরিতে সবচেয়ে উপরে তিনি। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি ১৩টি।

এবার কাউন্টিতে দুই ডাবল সেঞ্চুরি আর এক সেঞ্চুরি দিয়ে এরমধ্যেই টেস্ট দলে ফেরার দাবি জোরালো করেছেন পুজারা।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

29m ago