রোববার ঢাকায় আসছেন আইসিসি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে রোববার দুদিনের সফরে ঢাকায় আসছেন। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, রোববার ঢাকায় এসে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের সাইট দেখতে যাবেন তিনি।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের খেলা দেখবেন তিনি। ওইদিনই তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।
সফরকালে বার্কলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে সেখানকের সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন। ২৪ মে, মঙ্গলবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এই কর্মকর্তা।
আইসিসি সভাপতির আচমকা সফরকে কেবলই সৌজন্যমূলক বলছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, 'কোনো কারণ নাই (এই সফরের)। একদিনের জন্য আসবেন, থাকবেন, এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এটা সৌজন্যমূলক সফর।'
Comments