রোমাঞ্চকর ম্যাচে কলকাতাকে হারাল চেন্নাই

কলকাতা নাইট রাইডার্সের দেওয়া লক্ষ্য এক সময় মনে হয়েছিল হেসেখেলেই জিতে যাবে চেন্নাই সুপার কিংস। কিন্তু মাঝে বোলারদের নৈপুণ্যে দারুণভাবে ম্যাচে ফিরে কলকাতা। তবে শেষ রক্ষা করতে পারেনি। শেষ বলের রোমাঞ্চকর পরিণতি শেষে ম্যাচ জিতে নেয় আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই।
আবু ধাবিতে রোববার কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে কলকাতা। জবাবে জয় তুলে নিতে শেষ বল পর্যন্ত খেলতে হয় চেন্নাইকে।
এদিন হলুদ জার্সিধারীদের দারুণ সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি। ৭৪ রানের জুটিতেই অনেক অনেকটা এগিয়ে দেন তারা। এরপর ঋতুরাজ আউট হলে ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে দলটি। এক পর্যায়ে শেষ ৩ ওভারে প্রয়োজন হয় ৩১ রানের। হাতে তখন ৬টি উইকেট।
তবে লোকি ফার্গুসনের করা ১৭তম ওভারের প্রথম বলে রানআউট হন সুরেশ রায়না। এক বল পর এমএস ধোনিকে বিদায় করে দারুণভাবে ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন ফার্গুসন। তাতে কিছুটা শঙ্কায় পড়েছিল চেন্নাই। কিন্তু প্রসিধ কৃষ্ণার পরের ওভারে দুটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ফের তাদের ম্যাচে ফেরান রবীন্দ্র জাদেজা।
শেষ ওভারে দারুণ নাটকীয়তা উপহার দিয়েছিলেন সুনীল নারিন। প্রথম বলেই ফেরান স্যাম কারানকে। এরপর একটি বল ডট দিলেও তৃতীয় বলে দেন ৩ রান। তাতে স্কোর হয় সমান। শেষ তিন বলে চাই ১ রান। চতুর্থ বল ডট দেওয়ার পর পঞ্চম বলে আউট হয়ে যান জাদেজা। তবে শেষ বলে ১ রান তুলে স্বস্তির জয় এনে দেন দিপক চাহার।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন দু প্লেসি। ৩০ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৪০ রান করেন ঋতুরাজ। ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ২টি চার ও ১টি ছক্কায় মইন আলী করেন ২৮ বলে ৩২ রান। শেষ দিকে ৮ বলে ২২ রানের ক্যামিও খেলেন জাদেজা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা কলকাতার শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে শুভমান গিলকে হারায় দলটি। আরেক ওপেনার ভেনকাটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রাহুল ত্রিপাঠি। ৪০ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন তারা। এরপর ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে তারা।
শেষ দিকে ২৬ রানের দারুণ এক ক্যামিও ইনিংসে কলকাতাকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার অন্যতম কারিগর দিনেশ কার্তিক। ষষ্ঠ উইকেটে নিতিশ রানার সঙ্গে ১৮ বলে ৪১ রানের দারুণ এক জুটি গড়েন তিনি। শেষ তিন ওভারে ৪৪ রান সংগ্রহ করে দলটি।
মাত্র ১১ বলে ২৬ রানের ইনিংস খেলেন কার্তিক। ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ত্রিপাঠি। ৩৩ বলে ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ২৭ বলে ৩৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নিতিশ। এছাড়া আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ২০ রান।
চেন্নাইয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড ও শার্দুল ঠাকুর।
Comments