লোভে পড়ে প্রতারণার শিকার পান্ত!

কম দামে গয়না ও দামি ঘড়ি দেওয়ার নাম করে রিশভ পান্তের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন মৃণাঙ্ক সিংহ নামের এক ব্যক্তি। পণ্য তো দেননি, টাকাও ফেরত দেননি। তাই আদালতের দ্বারস্থ হয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান।
প্রতারক মৃণাঙ্গকে অবশ্য পুলিশ অন্য মামলায় আগেই গ্রেপ্তার করেছে। তিনি এখন মুম্বাইর জেলে বন্দি। কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য পান্তকে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে হবে। আইপিএলের কারণে এতদিন শুনানিতে যোগ দিতে পারেননি তিনি।
ঘটনাটি অবশ্য এক বছর আগের। তবে সামনে এসেছে অতি সম্প্রতি। মুম্বাইর এক ব্যবসায়ীকেও একই কায়দায় প্রতারণা করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পান্তে আইনজীবি একলব্য দ্বিবেদী এই আর্থিক প্রতারণার বিষয়টি সামনে নিয়ে এলে জানা যায় বিস্তারিত।
দ্বিবেদী জানান, ২০২০ সালের শেষ দিকা বা ২০২১ সালের শুরুতে অভিযুক্ত মৃণাঙ্কের সঙ্গে আলাপ-পরিচয় হয় পান্তের। ক্রিকেট খেলার সূত্র ধরে পান্তের ঘনিষ্ঠ হয়ে যান তিনি। তখনই পান্তকে মৃণাঙ্ক জানান, তিনি নতুন ব্যবসা শুরু করেছেন। বিলাসবহুল জিনিস বিদেশ থেকে আমদানি ও বিক্রির ব্যবসা। পান্ত চাইলে তাকে কম দামে দামি জিনিস কেনার ব্যবস্থা করে দিতে পারেন।
পান্ত রাজি হয়ে মৃণাঙ্কের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাথিয়ে দেন। বেশ কিছুদিন পার হলেও জিনিস আর পাননি পান্ত। তখন আইনজীবির মাধ্যমে তাকে নোটিশ পাঠানো হয়। মৃণাঙ্গ জানান তিনি টাকা ফিরিয়ে দিবেন। এক কোটি ৬৩ লাখ টাকার একটি চেকও দেন। কিন্তু সেই চেকটি বাউন্স হয়ে যায়।
এরপর প্রতারণার অভিযোগ তুলে মামলা টুকে দেন পান্ত। যার শুনানি এখন চলমান।
Comments