শচিনকে ছুঁয়ে নতুন কীর্তি রুতুরাজের
মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন রুতুরাজ গায়কোয়াড়। স্বাভাবিকভাবেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে আক্ষেপের ইনিংসেও নতুন কীর্তি গড়েছেন চেন্নাই সুপার কিংসের এ ওপেনার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন তিনি। স্পর্শ করলেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এ নজির গড়লেন রুতুরাজ। মাত্র ৩১টি ইনিংস খেলে পৌঁছে গেলেন ১০০০ রানে। ম্যাচের ষষ্ঠ ওভারে হায়দরাবাদের প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়ে নিজের আইপিএল ক্যারিয়ারের হাজার রান পূর্ণ করেন এ ওপেনার।
এর আগে রুতুরাজের সমান ৩১ ম্যাচে আইপিএলে হাজার রান পূরণ করেছিলেন শচিন। যা ভারতীয়দের মধ্যে দ্রুততম। এছাড়া ভারতীয়দের মধ্যে সুরেশ রায়না ৩৪ ইনিংসে, রিশাভ পান্ত ৩৫ ইনিংসে এবং দেবদূত পাড়িক্কালও ৩৫ ইনিংসে হাজার রান করেছেন। সবমিলিয়ে অবশ্য মাত্র ২১ ইনিংসেই হাজার রান করেছেন অজি ব্যাটার শন মার্শ।
এদিন শুরু থেকেই একের পর এক বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে দেন ২৫ বছর বয়সি রুতুরাজ। শেষ পর্যন্ত ৫৭ বল খেলে করেন ৯৯ রান। ৬টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস। আইপিএলের ইতিহাসে তিনি পঞ্চম ব্যাটার যিনি ৯৯ রানে আউট হলেন।
রুতুরাজের অগ্নিমূর্তি দেখে সমঝে খেলছিলেন কনওয়ে। তাদের জুটিতেই আসে ১৮২ রান। যা চলতি আসরের সর্বোচ্চ জুটিও বটে। থাঙ্গারাসু নটরাজনের করা ১৮তম ওভারের পঞ্চম বলে স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন রুতুরাজ। ফলে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।
তবে কাজের কাজটা ঠিকই করে ফেলেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী এ ব্যাটার। শচিনকে তো টপকেছেনই। দলকেও টানা হারের বৃত্ত থেকে বের করে আনার রসদ জোগান তিনি। রোববার পুনেতে হায়দরাবাদকে ১৩ রানে হারিয়েছে চেন্নাই। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০২ রান করে তারা। জবাবে ৬ উইকেটে ১৮৯ রানের বেশি করতে পারেনি হায়দারাবাদ।
Comments