শাস্ত্রীকে ইঙ্গিত করে বিস্ফোরক রাহানে

অস্ট্রেলিয়ার গিয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে চরম বিপদে পড়েছিল ভারত। এরপর অধিনায়ক বিরাট কোহলি চলে যান ছুটিতে, চোটে ছিটকে যান প্রথম সারির অনেকে। ভঙ্গুর এক দলকে নিয়ে ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ভারত। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ায় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করে সাফল্য পাওয়া রাহানে তখনকার কোচ রবি শাস্ত্রীর দিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন।
২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছিল ২-১ ব্যবধানে। অথচ শুরুটা হয়েছিল মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়া দিয়ে। অ্যাডিলেডে ওই বিপর্যয়ের পর ছুটিতে দেশে ফেরেন নিয়মিত অধিনায়ক কোহলি। নেতৃত্ব আসে রাহানের কাঁধে।
কিন্তু এর বেশ কয়েকজন নিয়মিত একাদশে ক্রিকেটার ছিটকে যাওয়ার কঠিন পরিস্থিতি সামাল দিতে হয় তাকে। মেলবোর্নে পরের টেস্টের ভারত জিতে ৮ উইকেটে, তাতে রাহানের করেন সেঞ্চুরি। সিরিজে ব্রিজবেনের অজি দুর্গেও টেস্ট জেতে ভারত।
সাংবাদিক বোরিয়া মজুমদারের টক শো 'ব্যাকস্টেইজ উইথ বোরিয়া' অনুষ্ঠানে হাজির হয়ে রাহানে সেই সিরিজ নিয়ে মুখ খুলেন। তিনি মনে করেন সেই সিরিজে তার সিদ্ধান্তেই আসছিল সাফল্য, কিন্তু গণমাধ্যমে বাহবা নিচ্ছেলেন অন্য কেউ, 'আমি জানি সেখানে (অস্ট্রেলিয়ায়) আমি কী করেছি। এসব কথা তো বলার দরকার নেই। কৃতিত্ব নেওয়া আমার স্বভাব না। কিন্তু একটা ব্যাপার বলতে হয় সিদ্ধান্ত আমি নিতাম আর কৃতিত্ব নিতেন অন্য কেউ। 'সবচেয়ে বড় বিষয় ছিল সিরিজ জেতা। ওই ঐতিহাসিক জয় ছিল একদম স্পেশাল।'
ভারতের ঐতিহাসিক ওই সিরিজ জয়ের পর তখনকার কোচ শাস্ত্রীকে বিভিন্ন গণমাধ্যমে নিজের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলছিলেন। রাহানে সেদিকেই ইঙ্গিত করে জানালেন তার নেওয়া সিদ্ধান্তগুলোই নিজের বলে চালিয়ে দিচ্ছিলেন শাস্ত্রী, 'যারা কৃতিত্ব নিয়েছিলেন বা মিডিয়ায় বলছিলেন, "এটা আমার সিদ্ধান্ত ছিল, আমি এটা করেছি"। আমি জানতাম মাঠে আমি কী করেছি, কী সিদ্ধান্ত নিয়েছি। কিংবা নিজের মনের থেকে কী পরিকল্পনা করেছি।'
'নিজেকে নিয়ে বেশি কথা বলা বা কৃতিত্ব দেওয়ার কাজ করি না। কিন্তু সেখানে কী করেছি আমি জানি।'
অস্ট্রেলিয়ায় ওইরকম সিরিজ জেতার পরও রাহানের চলার পথ থাকেনি সরল। ব্যাটিংয়ে ছন্দ হারনোর পর সহ-অধিনায়কত্বও হারান। গত বছর ১৩ টেস্ট খেলে মাত্র ২০.৮২ গড়ে রাহানে করেছেন ৪৭৯ রান। টেস্ট দলে তার জায়গা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে সমালোচকদের পাত্তা না দিয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের উপর আস্থাশীল এই ডানহাতি, 'আমি নিজের সামর্থ্যের উপর ভরসা রাখি। ভাল ব্যাট করছি। আমার বিশ্বাস আছে।'
Comments