শুধু নামের জন্য কোহলিকে দলে রাখার পক্ষে নন কপিল

সব সংস্করণ মিলিয়ে ৭৫ ইনিংস ধরে সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে। সেই সেঞ্চুরি খরার আলোচনা যেমন ছিল একরকম। এবার ব্যাটেও রান খরা থাকায় আলোচনা মোড় নিয়েছে ভিন্নভাবে। বিশেষ করে টি-টোয়েন্টিতে ভারতের অনেক পারফর্মার থাকায় ফর্মহীন বিরাট কোহলিকে বয়ে বেড়ানো পছন্দ হচ্ছে না কপিল দেবের। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন কোহলির বদলে তরুণদের সুযোগ দেওয়া উচিত।
২০১৯ সালে কলকাতা টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিল। এরপর তার ব্যাটে নেই সেঞ্চুরি। কিন্তু টেস্টে সেঞ্চুরি না হলেও কিছু রান করছেন। ওয়ানডেতেও এই সময়ে খেলেছেন কিছু গুরুত্বপূর্ণ ইনিংস। কিন্তু টি-টোয়েন্টিতে একদম তাল মিলছে না তার।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল গুছানো শুরু হবে এখন থেকেই। কিন্তু ছন্দহারানো কোহলিকে বিশ্বকাপ দলে রাখা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। গত আইপিএলেও রান পাননি কোহলি। ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেন ৩৪১ রান। মাত্র দুই ফিফটি করেছিলেন, স্ট্রাইকরেটও ছিল মন্থর।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১১ ও ২০ রান করার পর টি-টোয়েন্টিতে নেমে করেন মাত্র ১ রান।
এই অবস্থায় এবিপি নিউজকে দেওয়া সাক্ষাতকারে কোহলিকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার কথা বলেন কপিল, 'যখন আপনার হাতে অনেক বিকল্প, তখন ছন্দে থাকা ক্রিকেটারদেরই খেলানো উচিত। শুধু নামের জন্য তো কাউকে খেলানো যায় না। বর্তমান ফর্মটাও দেখতে হবে। সে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হতে পারে কিন্তু তার মানে এই না যে টানা পাঁচ ম্যাচ ব্যর্থ হলেও তাকে খেলাতে হবে।'
'বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার অশ্বিন যদি টেস্ট দল থেকে বাদ পড়তে পারে, তবে এক নম্বর ব্যাটসম্যানকেও বাদ এয়া যায়। যে পারফরম্যান্স দিয়ে কোহলি কিংবদন্তির কাতারে উঠেছে, সেই চেনা কোহলিকে তো এখন দেখা যাচ্ছে না। আশা করি সে রানে ফিরবে তখন দল নির্বাচনের চ্যালেঞ্জটা হবে দারুণ।'
বেশ কয়েকজন তরুণ নিজেদের জায়গার জন্য জোর দাবি জানাচ্ছেন। দীপক হুডা, সঞ্জু স্যামসনরা চাপ তৈরি করছেন। ঈশান কিশান, সূর্যকুমার যাদবরা তো আছেনই।
কপিল মনে করেন বিশ্রাম বা বাদ যেকোনো শব্দ ব্যবহার করেই কোহলিকে আপাতত বাইরে রাখা দরকার, 'এটাকে বিশ্রাম বা বাদ যেকোনো কিছু বলা যায়। নির্বাচকরা বলতে পারে তাকে আমরা বিশ্রাম দিয়েছি কারণ সে পারফর্ম করছে না।'
'কোহলি দারুণ প্রতিভাবান ও দক্ষ। সে নিশ্চয়ই ফর্মে ফিরবে। কিন্তু সে যদি পারফর্ম না করে তাহলে আপাতত তরুণদের সুযোগ দেওয়া যায়। তাকে তো একেবারে বাদ দেয়া হচ্ছে না।'
Comments