শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
স্যাম কারানের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ল শ্রীলঙ্কা। প্রয়োজনের সময়ে ডেভিড উইলি দিলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। ধনঞ্জয়া ডি সিলভা-দাসুন শানাকার কল্যাণে মাঝারি পুঁজি পেলেও তা নিয়ে লড়াই করতে পারলেন না লঙ্কান বোলাররা। তিন ব্যাটসম্যানের ফিফটিতে অনায়াস জয়ে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড।
বৃহস্পতিবার রাতে লন্ডনের কেনিংটন ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান তোলে সফরকারীরা। জবাবে জেসন রয়, জো রুট ও অধিনায়ক ওয়েন মরগ্যানের হাফসেঞ্চুরিতে ৪২ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
চেস্টার লি স্ট্রিটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছিল ইংলিশরা। তাই এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে তারা।
ইংল্যান্ডের জয়ের মূল কৃতিত্ব বাঁহাতি পেস অলরাউন্ডার স্যাম কারানের। ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট শিকারের স্বাদ নেন তিনি। তাকে খরচ করতে হয় ৪৮ রান। আরেক বাঁহাতি পেসার উইলি ৪ উইকেট পান ৬৪ রানের বিনিময়ে।
২১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে মহাবিপাকে পড়ে লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে চার বলের মধ্যে অধিনায়ক কুসল পেরেরা ও আভিস্কা ফার্নান্দকে বিদায় করেন স্যাম কারান। পরের ওভারে তিনি সাজঘরে পাঠান পাথুম নিশানকাকে। সপ্তম ওভারে চারিথা আসালাঙ্কা উইলির ফাঁদে পড়েন।
এরপরও শ্রীলঙ্কা প্রায় আড়াইশ পর্যন্ত যেতে পারে ধনঞ্জয়া ও শানাকার ব্যাটে চড়ে। নার্ভাস নাইন্টিতে উইলির শর্ট বলে রুটের হাতে ধরা পড়েন ধনঞ্জয়া। তিনি ৯১ বলে ৯১ রান করেন ১৩ চারে। পঞ্চম উইকেটে ভানিদু হাসারাঙ্গার সঙ্গে ৮২ বলে ৬৫ ও ষষ্ঠ উইকেটে শানাকার সঙ্গে ৮৪ বলে ৭৮ রান যোগ করেন তিনি। ৬৭ বলে ৪৭ করা শানাকাও হন উইলির শিকার।
লঙ্কানদের ইনিংস এরপর টেনে নেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। চামিকা করুনারত্নেকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন স্যাম কারান। তার আগের সেরা বোলিং ফিগার ছিল ৩৫ রানে ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডকে ভিত গড়ে দেন রয় ও জনি বেয়ারস্টো। তারা ১২.৪ ওভারে তোলেন ৭৬ রান। বেয়ারস্টো ২৯ করে বিদায় নিলেও রয় তুলে নেন ফিফটি। ১০ চারে ৫২ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলে তিনি যখন আউট হন, তখন ইংলিশদের সংগ্রহ ১০৪। এরপর ১৫৫ বলে ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন রুট ও মরগ্যান।
রুট ৮৭ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন ৫ চারের সাহায্যে। তার সঙ্গী মরগ্যান মাঠ ছাড়েন ৮৩ বলে ৭৫ রানে। তার ইনিংসে ছিল ৮ চার ও ১ ছয়।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪১/৯ (নিশানকা ৫, পেরেরা ০, আভিশকা ২, ধনঞ্জয়া ৯১, আসালাঙ্কা ৩, হাসারাঙ্গা ২৬, শানাকা ৪৭, করুনারত্নে ২১, বিনুরা ১৭, চামিরা ১৪*, আসিথা ১*; উইলি ৪/৬৪, স্যাম কারান ৫/৪৮, টম কারান ০/৪৩, উড ০/৩৫, রশিদ ০/৫০)
ইংল্যান্ড: ৪৩ ওভারে ২৪৪/২ (রয় ৬০, বেয়ারস্টো ২৯, রুট ৬৮*, মরগ্যান ৭৫*; চামিরা ০/৪৬, বিনুরা ০/৫৩, আসিথা ০/৫৪, হাসারাঙ্গা ১/৪৬, চামিকা ১/৩৪, ধনঞ্জয়া ০/১০)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা: স্যাম কারান।
Comments