সাদা বলে নিজেকে ফেরাতে মরিয়া সাইফউদ্দিন

একজন পরিপূর্ণ পেস অলরাউন্ডার হিসেবেই মানা হয় মোহাম্মদ সাইফুদ্দিনকে। বিশেষকরে সীমিত ওভারের ক্রিকেটে খুবই কার্যকরী এ অলরাউন্ডার। দলের জন্য অপরিহার্যও। তবে পিঠের একটি জটিল সমস্যার কারণে অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত ২৫ বছর বয়সী এ তারকা।
ফেনীর এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে কথা বলেছেন ডেইলি স্টারের মাজহার উদ্দিনের সঙ্গে। শেয়ার করেছেন নিজের পরিকল্পনার কথা। তার উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য-
দ্য ডেইলি স্টার: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট আপনাকে সাইডলাইনে ঠেলে দেওয়ার পর লম্বা অপেক্ষা নিশ্চয়ই আপনার কষ্ট বাড়িয়ে দিয়েছে?
মোহাম্মদ সাইফউদ্দিন: অবশ্যই এটা আমার জন্য সহজ ছিল না কারণ আমি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলতে পারিনি এবং ইনজুরির কারণে কয়েকটি সিরিজ মিস করেছি। আপনি জানেন, আমাদের পেস ইউনিট সত্যিই ভালো করছে এবং যেহেতু আমি দলে ফিরে আসছি, তাই জায়গা ফিরে পাওয়াও আমার জন্য সহজ হবে না। আমাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। যাইহোক, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এবং আমি সাদা বলের সংস্করণে খেলতে চাই, আমি সেখানে আমার সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী।
ডেইলি স্টার: এই সময়ে পুনর্বাসন কেমন ছিল? আর একজন ক্রিকেটারের পক্ষে ক্রিকেটের বাইরে থাকা এবং সতীর্থদের দেশের হয়ে খেলতে দেখা কতটা কঠিন?
সাইফউদ্দিন: সত্যি কথা বলতে, হ্যাঁ, আপনি ভালো না খেললেও এটা খুব কঠিন। তবে আপনি যখন মাঠে ফিরে আসতে পারেন, তখন আগের ম্যাচগুলিতে যা ঘটেছিল তা ভুলে যাওয়ার প্রবণতা দেখাতে হবে। আপনারা দেখছেন, যখন একটি ইনজুরি বার বার ফিরে এসে আপনাকে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে রাখে, এটা সত্যিই হতাশাজনক। পাঁচ-ছয় মাস পর ফিরে আসাটা মানসিকভাবে চাপের কারণ একজন ক্রিকেটার হিসেবে আমরা সবসময় মাঠে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চাই।
ডেইলি স্টার: আপনি চিকিৎসার জন্য যুক্তরাজ্য ভ্রমণ করেছেন। বর্তমানে আপনার পিঠে ব্যথার অবস্থা কী?
সাইফউদ্দিন: আমি ডাঃ দেবাশীষ চৌধুরী ভাইয়ের সঙ্গে যুক্তরাজ্যে গিয়েছিলাম এবং কয়েকটি স্ক্যান করিয়েছি। সৌভাগ্যবশত, বড় কিছু ধরা পড়েনি এবং কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। আমার পিঠ ভালো আছে এবং আমার শারীরিকভাবে ফিট এবং শক্তিশালী থাকার জন্য স্ট্রেন্থ-ট্রেনিং এবং জিম-ওয়ার্ক চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাকে আমার স্কিলের উপর আরও কাজ করতে হবে এবং ধীরে ধীরে উন্নতি করতে হবে। দেখুন, পেস বোলারদের জীবনটাই হলো আপনি কীভাবে ইনজুরি সামলাতে পারেন এবং দীর্ঘ সময়ের জন্য খেলতে পারেন এবং আমি সেই দিকেই ফোকাস করছি।
ডেইলি স্টার: ওয়েস্ট ইন্ডিজে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে কারণ এটাই সেখানে আপনার প্রথম সফর?
সাইফউদ্দিন: সত্যি বলতে, আমি এখনও কিছু পরিকল্পনা করিনি তবে আমি ওয়েস্ট ইন্ডিজে খেলা ম্যাচগুলি অনুসরণ করছি। আমি ইউটিউবে খেলাগুলো দেখেছি এবং সেখানকার পিচ ও কন্ডিশন সম্পর্কে কিছু ধারণা পাওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি একটু বেশি বাউন্স হবে কিন্তু অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের মতোই থাকবে। একজন ফাস্ট বোলার হিসাবে, অবশ্যই, টি-টোয়েন্টি সংস্করণে ডট বলের উপর ফোকাস করা আমার জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে আপনাকে নতুন এবং পুরানো উভয় বলে বোলিং করার সময় আরও আক্রমণাত্মক হতে হবে।
Comments