সাব্বিরের আগ্রাসী সেঞ্চুরি

সোমবার বিকেএসপিতে সাব্বিরের ১১১ বলে ১২৫ রানের ইনিংসে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে ৩২৫ রানের পাহাড় গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
vsabbir Rahman

আগের ১০ ম্যাচে একটাও ফিফটি করতে পারেননি। কিছু ম্যাচে থিতু হলেও ইনিংস হয়নি বড়। সাব্বির রহমান রুম্মান ভুগছিলেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে। অবশেষে সুপার লিগ রাউন্ডে এসে নিজেকে মেলে ধরলেন তিনি। করলেন আগ্রাসী সেঞ্চুরি।

সোমবার বিকেএসপিতে সাব্বিরের ১১১ বলে ১২৫ রানের ইনিংসে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে ৩২৫ রানের পাহাড় গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের এই বড় রানের পেছনে অবদান অবশ্য আরেকজনের। টুর্নামেন্টে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখানো ভারতীয় চিরাগ জানি ৬৬ বলে করেন ৯৫ রান।

এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে ওপেনার সাব্বির হোসেনকে দ্রুতই হারায় লিজেন্ডস। আরেক ওপেনার রাকিবুল হাসান নয়নও টেকেননি। পরে নাঈম ইসলামের সঙ্গে জুটি পান সাব্বির রুম্মান। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ১১৩ রান। টুর্নামেন্টে সাড়ে সাতশো রান ছাড়ানো নাঈম এদিন থিতু হয়ে ইনিংস লম্বা করতে পারেননি। তিনি ফেরেন ৬৭ বলে ৩৩ করে।

এরপর চিরাগের সাব্বিরের আরেক জুটি। তাতে চিরাগই ছিলেন বেশি আগ্রাসী। ৯৫ রানের জুটির পর ৮ চার, ৮ ছক্কার সাব্বিরের ইনিংস থামে মুকিদুল ইসলাম মুগ্ধের বলে।

অধিনায়ক মাশরাফি মর্তুজা নেমে করেন যান ১৫ বলে ১৭। চিরাগ আর আউটই হননি। ৪ বাউন্ডারি, ৭ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৯৫ রানে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago