সিরিজে ঘুরে দাঁড়াতে ইংল্যান্ড একাদশে ৪ বদল

প্রথম দুই টেস্টেই লড়াইবিহীন হার ভিত নাড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের। সিরিজ বাঁচানোর ম্যাচে মরিয়া সফরকারীরা একাদশে এনেছে ৪ বদল। বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার স্ট্রুয়ার্ট ব্রড। রাখা হয়নি ররি বার্নস, অলি পোপ, ক্রিস ওকসকেও।
বক্সিং ডে টেস্টের আগের দিন শনিবার তৃতীয় টেস্টের একাদশ জানিয়ে দেয় ইংল্যান্ড। একাদশে এসেছেন পেসার মার্ক উড, বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। বার্নসের বদলে জ্যাক ক্রলিকে ফিরিয়েছে ইংল্যান্ড। অলি পোপের জায়গায় খেলবেন জনি বেয়ারস্টো।
বার্নস ও পোপের বাদ পড়া অনুমিতই ছিল। সিরিজে বার্নস এখন পর্যন্ত ৪ ইনিংস খেলে করেছেন কেবল ৫১ রান, পোপ করেছেন আরও ৩ রান কম।
ওকস বল হাতে প্রত্যাশা পূরণের কাছাকাছিও যেতে পারেননি। ব্রড প্রথম টেস্টে ছিলেন না, দ্বিতীয় টেস্টে কেবল ২ উইকেট নেওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে আবার।
ব্রিসবেনে প্রথম টেস্টে ১০২ রানে ১ উইকেট নিয়ে বিবর্ণ থাকা লিচকে মেলবোর্নে আরেকটি সুযোগ দিচ্ছে ইংল্যান্ড। উড ফিরছেন বিশ্রাম কাটিয়ে।
ক্রলি ও বেয়ারস্টো সবশেষ টেস্ট খেলেছিলেন গত অগাস্ট-সেপ্টেম্বরে, ভারত সফরে। তাতে খুব আলো ঝমমলে কিছু করতে না পারলেও বাকিদের ব্যর্থতা তাদের ফেরার পথ করে দিয়েছে সুগোম।
রোববার মেলবোর্নে ঐতিহ্যবাহী বক্সিং ডেতে শুরু হবে হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজের তৃতীয় টেস্ট।
তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জো রুট (অধিনায়ক), জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, জ্যাক লিচ, দাভিদ মালান, জনি বেয়ারস্টো, অলিভার রবিনসন, বেন স্টোকস, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।
Comments