সোহানের কিপিং অনুশীলনে মুশফিকের সহায়তা

নিউজিল্যান্ড সিরিজের আগে কোচ রাসেল ডমিঙ্গোর উইকেটকিপিং নিয়ে বলা সিদ্ধান্তের পরই উত্তপ্ত হয়ে গিয়েছিল হাওয়া। নুরুল হাসান সোহানের সঙ্গে উইকেটকিপিং নিয়ে লড়াইয়ে পড়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে লড়াইয়ে না গিয়ে টি-টোয়েন্টিতে কিপিং গ্লাভসটা ছেড়েই দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার তাকে পাওয়া গেল সোহানের কিপিং অনুশীলনের সহায়ক হিসেবে।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের নিয়মিত অনুশীলন ছিল না। তবে ঐচ্ছিক অনুশীলন থাকলেও সেটা কাজে লাগাতে সবার আগে থাকেন মুশফিক। এদিনও ব্যাট হাতে ইনডোরে সারেন অনুশীলন।
এই সিরিজে রান খরায় থাকা মুশফিক পরে সেন্টার উইকেটে এসে অনুশীলন করেছেন ছক্কা মারার। মজার কথা হলো, তার ছক্কা হিটিং অনুশীলনে বল করতে দেখা গেছে সোহানকেই।
এরপরই ব্যাট-প্যাড রেখে সতীর্থ নুরুল হাসান সোহানের সহায়ক ভূমিকায় পাওয়া যায় তাকে। সোহানের কিপিং অনুশীলনে লম্বা সময় ধরে বল ছুঁড়ে সহায়তা করে যান তিনি। খুনসুটির সঙ্গে চলা অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া যায় তাকে।

সিরিজের আগে কোচ জানিয়েছিলেন প্রথম দুই ম্যাচে কিপিং করবেন সোহান, পরের দুটিতে মুশফিক। পারফরম্যান্স বিচারে ঠিক করা হবে শেষ ম্যাচের কিপার। কিন্তু তৃতীয় ম্যাচেও সোহানকে কিপিং করতে দেখা যায়। পরে ম্যাচ শেষে কোচ জানান, টি-টোয়েন্টিতে আর কিপিং করার ইচ্ছে নেই মুশফিকের। এই দায়িত্ব এখন থেকে সামলাবেন সোহান ও লিটন দাস।

টেস্টে সমালোচনার মুখে কিপিং ছেড়ে দেওয়ার পর সীমিত সংস্করণেও কিপিং ছাড়ার জন্য বারবার নানাভাবে প্রশ্নের মুখে পড়ছিলেন মুশফিক। তবে এতদিন দল তার উপর রেখেছিল আস্থা। নিউজিল্যান্ড সিরিজে কোচের কথার পর সেই অবস্থারও কিছুটা বদল হয়।
বাধ্য হয়ে মুশফিক কিপিং ছাড়ছেন কিনা এই প্রশ্ন বড় হয়ে যায়। দলের আবহেও নেতিবাচক হওয়ার আভাস করেছিলেন অনেকে। কিন্তু পেশাদার মানসিকতা দেখা গেল মুশফিকের আচরণে। কিপিং ছাড়লেও নিজে থেকেই এগিয়ে এসে জুনিয়র সতীর্থকে সহায়তা করলেন তিনি।
Comments