ক্রিকেট

‘স্লোয়ার দেওয়া নিয়ে ব্রাভোর সঙ্গে সবসময় ঝগড়া হয়’

টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বল করা নিয়ে ডোয়াইন ব্রাভোর যেন জুড়ি নেই। পিচের বিভিন্ন জায়গায় বল ফেলা, গতির বৈচিত্র্যের নানামুখি ভাণ্ডার নিয়ে ব্যাটসম্যানদের দ্রুত আনার কাজ চ্যালেঞ্জিং করে দেন তিনি। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও দুর্দান্ত ম্যাচ জেতানো ভূমিকায় পাওয়া গেল তাকে
dhoni and bravo
ধোনি ও ব্রাভো। ফাইল ছবি

টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বল করা নিয়ে ডোয়াইন ব্রাভোর যেন জুড়ি নেই। পিচের বিভিন্ন জায়গায় বল ফেলা, গতির বৈচিত্র্যের নানামুখি ভাণ্ডার নিয়ে ব্যাটসম্যানদের দ্রুত আনার কাজ চ্যালেঞ্জিং করে দেন তিনি। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও দুর্দান্ত ম্যাচ জেতানো ভূমিকায় পাওয়া গেল তাকে। ম্যাচ শেষে অবশ্য ব্রাভোর স্লোয়ারের প্রতি ঝোঁক নিয়ে অন্য গল্প শোনালেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শুক্রবার শারজাহর ছোট মাঠে ৯ ওভারেই বিনা উইকেটে ৯০ রান করে ফেলেছিল বেঙ্গালুরুর। শেষ পর্যন্ত তাদের ১৫৬ রানে আটকে ৬ উইকেটে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। বিরাট কোহলিদের স্লগ ওভারে চেপে ধরে ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে ৩ শিকার ধরেন ব্রাভো। এমন নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন অনুমিতভাবেই।

ম্যাচ শেষে চেন্নাই কাপ্তান ধোনি জানান ব্রাভো প্রচুর মাত্রায় স্লো বল করতে চাইলে বাগড়া দেন তিনি,  'ওকে আমি ভাই বলি। স্লোয়ার বল দেওয়া নিয়ে সবসময় ওর সঙ্গে আমার ঝগড়া হয়। আমি ওকে বলি, "তুমি ব্যাটসম্যানকে চমকে দেওয়ার জন্য স্লোয়ার দাও কিন্তু ওরা ধরেই নেয় তুমি স্লোয়ার দেবে। এজন্য ছয়টা বল বিভিন্ন রক করো। ওদের স্লোয়ার না দিয়ে অবাক করে দাও। ব্যাটসম্যানদের বোকা বানাও, কিন্তু ভিন্নভাবে।"'

স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাঁচশোর বেশি ম্যাচ খেলা হয়ে গেছে ব্রাভোর। নিজের সামর্থ্যকে তিনি আবিষ্কার করেছেন বেশ আগে থেকে, সেখানে শান দিয়ে হয়ে উঠেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা। ধোনির জানান দলের প্রয়োজনে সব সময়ই নিজেকে নিংড়ে দেন ব্রাভো, 'এই সংস্করণে অন্যতম সেরা ব্রাভো। বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ডিশনে খেলেছে। দলের প্রয়োজনে সব সময় ও দায়িত্ব নিয়েছে।'

 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank

BB abandons SMART to make bank interest rate fully market-based

The Bangladesh Bank today scrapped the SMART formula in order to make interest rates in the banking system fully market-based

45m ago