হ্যাজেলউড-জাম্পার ঝাঁজে পুড়ল শ্রীলঙ্কা

Josh Hazlewood
ছবি: টুইটার

বেন ম্যাকডারমটের ফিফটির পর দলকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দিয়েছিলেন মার্কাস স্টয়নিস। রান তাড়ায় শ্রীলঙ্কার ইনিংসে হানা দেন জস হ্যাজেলউড আর অ্যাডাম জাম্পা। তাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লড়াই জমাতে পারেনি লঙ্কানরা।

সিডনিতে শুক্রবার শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি হয়েছে একপেশে। ডি/এলএস মেথডে ২০ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০  ব্যবধানে এগিয়ে গেছে অ্যারন ফিঞ্চের দল।

আগে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ১৪৯ রান করেছিল অস্ট্রেলিয়া। লঙ্কান ইনিংসে একবার বৃষ্টির হানার পর ১৯ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রানের। দাসুন শানাকার দল করতে পারে ১২২ রান।

রান তাড়ায় নামা লঙ্কানদের ইনিংসের দ্বিতীয় ওভারেই হানা দেন হ্যাজেলউড। তার বলে ৫ বলে ১ রান করে ক্যাচ উঠিয়ে ফেরাটা সুখের হয়নি দানুশকা গুনাথিলেকার। খানিক পর প্যাট কামিন্সের শিকার হন আবিস্কা ফার্নেন্দো। চারিথা আসালাঙ্কাকে নিয়ে রান আনছিলেন পাথুম নিশানকা।

তাদের জুটিতে রানের গতি ছিল না জুতসই। জুটিটি ডানা মেলতেই ফের জোড়া ধাক্কা। ৪১ বলে ৪৩ থামেন জ্যাম্পার আঘাতে। একই ওভারে এই দুজনকে তুলে নেন অজি লেগ স্পিনার। ৩৭ বলে ৩৬ করেন নিশানকা। ১৯ বলে ১৬ করে থামেন আসালাঙ্কা। ৬৪ রানে ৬ উইকেট হারানোর পর বাকি পথে দলকে দিশা দিতে পারেননি ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকারা।

সাতে নেমে অভিজ্ঞ দীনেশ চান্দিমাল ১৬ বলে ২৫ করলেও তা যথেষ্ট ছিল না। ম্যাচে কোন উত্তাপ তৈরির পরিস্থিতিই আর আসেনি। লঙ্কানদের থামাতে ৪ ওভার বল করে মাত্র ১২ রানে ৪ শিকার ধরেন হ্যাজেলউড। ১৮ রানে ৩ উইকেট নেন জাম্পা।

এর আগে টস হেরে সতর্ক শুরু পায় অজিরা। দলের ৩০ রানে বিদায় নেন ফিঞ্চ। দ্বিতীয় উইকেটে ম্যাকডারমটের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন অভিষিক্ত জস ইংলিস। ১৮ বলে ২৩ করা ইংলিসকে ফেরান দিমুথ করুনারত্নে। হাসারাঙ্গার লেগ স্পিনে শিকার হয়ে তড়িঘড়ি ফেরায়  রান আসেনি গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথের ব্যাট থেকে।

স্বাগতিক ইনিংসের নাটাই ধরে রেখেছিলেন ম্যাকডারমট। ৪১ বলে ৫৩ করে তিনি ফেরার পর বাকি ইনিংসে দলের ভরসা ছিলেন স্টয়নিস। এই অলরাউন্ডার মাত্র ১৭ বলেই ২ চার, ২ ছক্কায় ৩০ করে দলকে নিয়ে যান ভাল জায়গায়।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

3h ago