টি-টোয়েন্টিতে তাহির-রাবাদাকে সামলাতে হবে না বাংলাদেশকে
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে দক্ষিণ আফ্রকা। তাতে নেই লেগ স্পিনার ইমরান তাহির ও পেসার কাগিসো রাবাদা। বাদ পড়েছেন পেস অলরাউন্ডার ওয়েইন পারনেল। ডাকা হয়েছেন অলরাউন্ডার রবি ফ্রাইলিংককে।
তাহির আর রাবাদা না থাকায় দক্ষিণ আফ্রিকায় বোলিং আক্রমণ অনেকটাই আনকোরা। টেস্টে সিরিজ থেকে শুরু করে প্রথম ওয়ানডে পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন কাগিসো রাবাদা। দুই টেস্টে ১৫ উইকেট নেওয়ার পর প্রথম ওয়ানডেতেই পেয়েছেন চার উইকেট। মূলত তার পেসেই সিরিজ জুড়ে টালমটাল টাইগার ব্যাটিং লাইনআপ। টেস্টে না থাকলেও প্রথম ওয়ানডেতে টাইগার ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন লেগ স্পিনার ইমরান তাহির। টি-টোয়েন্টিতে তাই এদুজনের না থাকায় কিছুটা স্বস্তি পেতে পারে সাকিব আল হাসানের দল।
২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি খেলবে দুদল। পচেফস্ট্রমে টেস্ট দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সফর। সেই পচেফস্ট্রমেই ২৯ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি দল : ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, রবি ফ্রাইলিনক, বেরান হেনড্রিকস, ডেভিড মিলার, মাঙ্গালিসো মসেহলে, ড্যান পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, আন্দিলে ফেহলুকোয়ায়ো, তাবরাইজ শামসি।
Comments