অলিম্পিক ফুটবল : স্পেনকে রুখে দিয়েছে মিশর, ফ্রান্সকে উড়িয়ে দিল মেক্সিকো

অলিম্পিক আসরকে সামনে রেখে এবার বেশ শক্তিশালী দলই পাঠিয়েছিল স্পেন। এক ঝাঁক তারকা খেলোয়াড় সমৃদ্ধ দলটি প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি। আফ্রিকার দল মিশরের সঙ্গে ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে তাদের। অপর ম্যাচে মেক্সিকোর কাছে পাত্তাই পায়নি ফ্রান্স। রীতিমতো উড়ি গেছে তারা।

অলিম্পিক আসরকে সামনে রেখে এবার বেশ শক্তিশালী দলই পাঠিয়েছিল স্পেন। এক ঝাঁক তারকা খেলোয়াড় সমৃদ্ধ দলটি প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি। আফ্রিকার দল মিশরের সঙ্গে ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে তাদের। অপর ম্যাচে মেক্সিকোর কাছে পাত্তাই পায়নি ফ্রান্স। রীতিমতো উড়ি গেছে তারা।

বৃহস্পতিবার জাপানের সাপ্পোরোতে 'সি' গ্রুপের ম্যাচে মিশরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন। এবারের আসরে পেদ্রি গঞ্জালেজ, উনাই সিমন, এরিক গার্সিয়া, পাউ তোরেস, মিকেল ওয়ারজাবাল, দানি ওলমোর মতো খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে স্পেন। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেতে হলো তাদের।

অলিম্পিক ফুটবলের প্রথম আসরের ফাইনালিস্ট ফ্রান্সের জন্য আসরের শুরুটা হয়েছে খুবই বিবর্ণ। চফুতে 'এ' গ্রুপের ম্যাচে ফ্রান্স ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেক্সিকো। ম্যাচের সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৪৭তম মিনিটে আরনেস্তো ভেগা গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। আট মিনিট পর ব্যবধান বাড়ান ফ্রান্সিস্কো কোরদোভা। ৬৯তম মিনিটে ফ্রান্সের হয়ে স্পটকিক থেকে ব্যবধান কমান আন্দ্রে-পিয়েরে গিগনাক। কিন্তু ৮০তম মিনিটে কার্লোস আন্তুনা ও যোগ করা সময়ে এদুয়ার্দো আগুইরে গোল করলে সব আশা শেষ হয়ে যায় ফরাসিদের।

অপর ম্যাচে কাশিমায় 'বি' গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে নিউজিল্যান্ড। ৭২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বার্নলি তারকা ক্রিস উড। 

এছাড়া ইয়োকোহামায় 'ডি' গ্রুপের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আইভোরি কোস্ট। আব্দুলেলাহ আল আমরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পর সালেম আল-দাউসারির গোল সমতায় ফিরেছিল সৌদি আরব। তবে ৬৬তম মিনিটে আইভোরি কোস্টের হয়ে জয়সূচক গোলটি করেন মিলান তারকা ফ্রাঙ্ক কেসি।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

4h ago