আগামী মৌসুমের লা লিগায় রিয়াল-বার্সা লড়াই কবে কবে?

ছবি: এএফপি

লা লিগার আগামী ২০২২-২৩ মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে। স্পেনের শীর্ষ ফুটবল স্তরের ৯২তম আসর আগামী ১৪ অগাস্ট শুরু হয়ে শেষ হবে ৪ জুন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে লা লিগার নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের। শিরোপাধারী রিয়াল খেলতে নামবে স্পেনের শীর্ষ লিগে ফেরা আলমেরিয়ার মাঠে। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে বার্সা নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য দেবে রায়ো ভায়েকানোকে।

প্রতিযোগিতার দুই সেরা ক্লাব রিয়াল ও বার্সার মধ্যকার লড়াইকে অভিহিত করা হয়ে থাকে এল ক্লাসিকো নামে। নবম রাউন্ডে মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। ম্যাচের ভেন্যু রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। আর ২৬তম রাউন্ডে আগামী ১৯ মার্চ পরের এল ক্লাসিকো গড়াবে বার্সার মাঠে।

কাতার বিশ্বকাপের কারণে এবার লা লিগার মাঝপথে থাকছে লম্বা বিরতি। ফুটবলের মহাযজ্ঞের পর আগামী ২০২৩ সালের ঠিক আগমুহূর্তে ফের চালু হবে আসর। সেই রাউন্ডে বার্সেলোনার প্রতিপক্ষ এস্পানিয়ল, রিয়াল মোকাবিলা করবে রিয়াল ভায়াদোলিদকে। লা লিগার শেষ রাউন্ডে বার্নাব্যুতে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল। সেলতা ভিগোর মাঠে যাবে বার্সা।

উল্লেখ্য, সবশেষ ২০২১-২২ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হয় রিয়াল। আসরে স্পেনের সফলতম ক্লাবটির যা রেকর্ড ৩৫তম শিরোপা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে হয় দ্বিতীয়। এর আগের মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ পায় তৃতীয় স্থান। এই তিন দলের পাশাপাশি চতুর্থ হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলার যোগ্যতা অর্জন করে সেভিয়াও।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago