'আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলবে এমবাপে'

কিলিয়ান এমবাপে এখনও চুক্তি নবায়ন করেননি পিএসজির সঙ্গে। আন্তর্জাতিক গণমাধ্যম জোর গুঞ্জন চলছে, ইতোমধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছেন তিনি। যদিও কদিন আগে বিশ্বকাপ জয়ী এই ফরাসি স্ট্রাইকার জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অপেক্ষা করতে চান। তবে রিয়ালের সাবেক ফুটবলার নিকোলাস আনেলকা মনে করছেন, আগামী মৌসুমে স্পেনের সফলতম এই ক্লাবটিতেই দেখা যাবে এমবাপেকে।
স্বদেশি ক্লাব পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুমে। ফ্রি এজেন্ট হিসেবে বিনা ট্রান্সফার ফিতে মৌসুমের শেষে তিনি যোগ দিতে পারবেন নতুন ঠিকানায়। বর্তমান চুক্তির মেয়াদের আর ছয় মাসও না থাকায় অন্য যে কোনো ক্লাবের সঙ্গে আলোচনার পথও খোলা তার জন্য।
এমবাপের জন্য সামনে অপেক্ষা করছে আকর্ষণীয় দুটি ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এবার পিএসজি মুখোমুখি হচ্ছে রিয়ালের। পিএসজির মাঠে প্রথম লেগের খেলা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এরপর রিয়ালের মাঠে দ্বিতীয় লেগ গড়াবে আগামী ১০ মার্চ। দুই পরাশক্তির ম্যাচ নিয়ে আনেলকা স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে বলেছেন, 'এটা একটা বিশেষ লড়াই হতে যাচ্ছে।'

১৯৯৯-২০০০ মৌসুমে রিয়ালের হয়ে খেলা আনেলকার মতে, হাইভোল্টেজ দ্বৈরথে নিজেকে উজাড় করে দিতে চাইবেন তার স্বদেশি তারকা এমবাপে, 'সবাই বলছে যে সে মাদ্রিদে যাবে। আমার মনে হয়, সে চাইবে (ওই দুটি ম্যাচে) পার্থক্য গড়ে দিয়ে দেখাতে যে সে (রিয়াল) মাদ্রিদে খেলার উপযুক্ত। এটা হতে পারে যে মাদ্রিদে যাওয়ার আগে সে পিএসজিকে জয় দিয়ে দারুণভাবে বিদায় জানাতে মুখিয়ে থাকবে।'
সবকিছু ছাপিয়ে আগামী মৌসুমে এমবাপেকে রিয়ালেই দেখতে পাচ্ছেন আনেলকা, 'আমি জানি না যে তার মাথায় কী চলছে।... যদি সে (পিএসজিতে) থাকতে চাইত, তাহলে সে আগেই (নতুন চুক্তি) স্বাক্ষর করে ফেলত। আমি মনে করি, সে আগামী মৌসুমে (রিয়াল) মাদ্রিদে থাকবে।'
এখন পর্যন্ত বহুবার রিয়ালে পাড়ি জমানোর ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপে। লস ব্লাঙ্কোসরাও তাকে পেতে ভীষণ আগ্রহী। গত দুই বছর ধরে পিএসজির একের পর এক চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এমনকি গুঞ্জন রয়েছে, লিওনেল মেসি ও নেইমারের চেয়ে বেশি বেতনের প্রস্তাব পেয়েও গ্রহণ করেননি তিনি।
Comments