আজই জুভেন্টাসের সঙ্গে চুক্তি করছেন দি মারিয়া!

মৌখিক চুক্তিটা দুদিন আগেই হয়ে গেছে বলে জানিয়েছিল ইতালিয়ান গণমাধ্যম। এখন বাকি আনুষ্ঠানিকতা। আর সেটাও আজ বুধবারই হয়ে যাচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম রেলেভো। অর্থাৎ শেষ পর্যন্ত জুভেন্টাসেই নাম লেখাচ্ছেন আনহেল দি মারিয়া।

ফ্রি এজেন্ট হয়ে চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়েছেন আরেক আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তার শূন্যতা পূরণেই দি মারিয়াকে দলভুক্ত করছে তুরিনের ক্লাবটি। প্রায় মাস খানেক সময় নিয়ে অবশেষে ওল্ড লেডিদের সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন এ উইঙ্গার।

গত কয়েক দিন ধরেই দি মারিয়ার সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে জুভেন্টাস কর্তৃপক্ষ। অবশেষে এক বছরের নতুন চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে দুই পক্ষ। তুরিনে বার্ষিক সাড়ে সাত মিলিয়ন ইউরো বেতন পাবেন এ আর্জেন্টাইন। সঙ্গে রয়েছে পারফরম্যান্সের ভিত্তিতে বোনাসও।

বর্তমানে ছুটি কাটাতে স্পেনে রয়েছেন দি মারিয়া। ধারণা করা হচ্ছে এরমধ্যেই গোপনে মেডিক্যালও সেরে ফেলেছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও বিষয়টি কেবল গুঞ্জন আকারেই রয়েছে। তবে অসম্ভব কিছু নয়।

পিএসজি অধ্যায় শেষ হওয়ার ঘোষণা আসতেই দি মারিয়ার প্রতি আগ্রহ দেখায় জুভেন্টাস। তখনই সব আলোচনা এগিয়ে রেখেছিল তারা। কিন্তু হঠাৎ করেই বাঁধ সাধে বার্সেলোনা। এ তারকাকে পেতে চায় তারাও। চুক্তির প্রস্তাবও দিয়েছিল দলটি। এরপর মঞ্চে আসে বেনফিকা। তবে শেষ পর্যন্ত ওল্ড লেডিরাই পাচ্ছে তাকে।

আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ত্রাল দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন দি মারিয়া। ২০০৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলতে আসেন ইউরোপে। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ২০১৫ সালে যোগ দেন পিএসজিতে। 

গত মৌসুমে পিএসজির হয়ে ৩১টি ম্যাচ খেলে পাঁচটি গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করেছেন এ আর্জেন্টাইন।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago