গ্রুপ পর্বেই মুখোমুখি ম্যানসিটি-পিএসজি

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে এ ক্লাবে যাওয়ার আগে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জনও ছিল। যেখানে আছেন তার গুরু পেপ গার্দিওলা। তবে শেষ পর্যন্ত সে ক্লাবে গুরু-শিষ্যের মিলন না হলেও চ্যাম্পিয়ন্স লিগ ফের তাদের মিলন ঘটাচ্ছে। কারণ একই গ্রুপে যে পড়েছে সিটি ও পিএসজি।
তবে অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিটা হয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। শেষ পর্যন্ত এমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগে এবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হতে পারেন সময়ের সেরা দুই তারকা মেসি ও রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে একই গ্রুপে পড়েছিল বার্সেলোনা ও জুভেন্টাস। তাতে শুরুতেই লড়াই হয়েছিল রোনালদো ও মেসির। এবারও এ দুই তারকা মুখোমুখি হতে যাচ্ছেন সেই গ্রুপ পর্বেই। যদিও এবার তাদের জার্সি থাকবে ভিন্ন!
গ্রুপ 'এ'তে বেশ কঠিন প্রতিপক্ষই পেয়েছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। নকআউট পর্বের জন্য তাদের লড়তে হবে শক্তিশালী জার্মান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে। এই গ্রুপের অপর দলটি বেলজিয়ামের ক্লাব ব্রুজ। এবার মৃত্যুকূপ পরিষ্কারভাবেই বলা যায় 'বি' গ্রুপকে। যেখানে লড়বে অ্যাতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো ও এসি মিলানের মতো দলগুলো। স্পোর্তিং লিসবন, বরুসিয়া ডর্টমুন্ড ও আয়াক্স সঙ্গে তুরস্কের বেসিকতাস খেলবে 'সি' গ্রুপে।
সহজ গ্রুপেই পড়েছে রিয়াল মাদ্রিদ। 'ডি' গ্রুপে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, শাখতার দোনেস্ক ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া মালডোভা শেরিফ। অন্যদিকে আলোচিত দুই প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা পড়েছে একই গ্রুপে। 'ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা ও ইউক্রেনের ক্লাব দিয়ানামো কিয়েভ।
বেশ সহজ গ্রুপেই পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 'এফ' গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল, আতালান্তা ও সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ। ফরাসি চ্যাম্পিয়ন লিল, সেভিয়া, সালজবুর্গ ও জার্মানির ক্লাব উলফসবুর্গ লড়বে 'ই' গ্রুপে। গ্রুপ 'এইচে' বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে রয়েছে জুভেন্টাস, জেনিথ ও সুইডিশ ক্লাব মালমো।
গ্রুপ এ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লাইপজিগ ও ক্লাব ব্রুজ।
গ্রুপ বি: অ্যাতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো ও এসি মিলান।
গ্রুপ সি: স্পোর্তিং লিসবন, বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স ও বেসিকতাস।
গ্রুপ ডি: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক ও শেরিফ।
গ্রুপ ই: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা ও দিয়ানামো কিয়েভ।
গ্রুপ এফ: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা ও ইয়াং বয়েজ।
গ্রুপ জি: লিল, সেভিয়া, সালজবুর্গ ও উলফসবুর্গ।
গ্রুপ এইচ: চেলসি, জুভেন্টাস, জেনিথ ও মালমো।
Comments