আমরা আমাদের ফিরে পেয়েছি: পিকে

নাপোলির মাঠে দারুণ এক জয়। পুরো ম্যাচে দাপুটে পারফরম্যান্স। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষ শিবির। তাতে স্বাগতিকদের রীতিমতো বিধ্বস্ত করেই ইউরোপা লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে বার্সেলোনা।
বৃহস্পতিবার রাতে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে দলটি। তবে এদিন যে ভাবে আক্রমণ করেছে দলটি, তাতে গোল পেতে পারতো আরও।
তবে সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচে সুযোগ তৈরি করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় লক্ষ্যভেদ করতে পারছিল বার্সা। এই নাপোলির বিপক্ষেই নিজের মাঠ ন্যু ক্যাম্পে সুবর্ণ কিছু সুযোগ নষ্ট করে দলটি। ফাঁকা পোস্টেও যেন লক্ষ্যভেদ সম্ভব হচ্ছিল না। তবে আগের দিন দারুণ কিছু ফিনিশিং দেখেছে তারা।
নিখুঁত এক ফিনিশিংয়ে গোল পেয়েছেন জানুয়ারির ট্রান্সফারে দলে আনা পিয়েরে-এমেরিক অবামেয়াং। তবে পুরনো সেনানীরাও জ্বলে ওঠেন। অসাধারণ ফিনিশিং দিয়েছেন জর্দি আলবা, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও জেরার্দ পিকেও। বিশেষ করে ২৫ গজ দূর থেকে ডি ইয়ংয়ের চিপ থেকে পাওয়া গোলটি ছিল দেখার মতো।
সবমিলিয়ে দলের এমন পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত পিকে, 'আমরা আমাদের ফিরে পেয়েছি। আমরা বলের নিয়ন্ত্রণ রেখেছি। কিছু দিনের জন্য আমরা এটা করা বন্ধ করে দিয়েছিলাম। এরজন্য কে দায়ী ছিল? সবাই কোনো না কোনো ভাবে দায়ী, নির্দিষ্ট কাউকে টার্গেট করা ঠিক নয়। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা উপযুক্ত ছিল না।'
মূলত দুই বছর আগে বায়ার্ন মিউনিখের সঙ্গে বিশাল হারের পর থেকেই দলে অনেক পরিবর্তন আসতে থাকে বলে জানান এ ডিফেন্ডার, 'বায়ার্নের পর থেকে অনেক কিছুই বদলে গেছে। এখন একটি ঘাঁটি রয়েছে যেখানে দল অনেক আত্মবিশ্বাসী বোধ করে। জানুয়ারিতে আমরা খুব ভালোভাবে শক্তিশালী করেছি, এখন আমাদের আক্রমণভাগে ভালো অস্ত্র রয়েছে।'
এ ধারা চলতে থাকলে ইউরোপা লিগে ভালো কিছু করতে পারবেন বলেই মনে করেন বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক, 'যা হয়েছে তা হলো ম্যাচে ক্রমাগত উন্নতি, যা মাঝে মাঝে ভালো ফলাফল এনে দেয় আবার কখনও কখনও আনে না। তবে দল সঠিক পথে রয়েছে। আমি নিশ্চিত যে এই ধারা আমাদের একটি ভালো অবস্থানে নিয়ে যাবে এবং আমরা এটা ইউরোপা লীগে দেখতে পাব।'
Comments