আমার ভাই বেনজেমা ব্যালন ডি’অর জিতবে: ভিনিসিউস
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চোখ ধাঁধানো এক গোলে অবদান রেখেছেন ভিনিসিউস জুনিয়র। ওই ম্যাচে দলের হয়ে বাকি দুই গোল করা দুরন্ত ছন্দের করিম বেনজামায় মুগ্ধ এই ব্রাজিলিয়ান। প্রথম লেগে হারলেও তার আশা ঠিকই চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন তারা, আর বেনজেমা জিতে নিবেন ব্যালন ডি'অর।
মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর লড়াই শেষে ৪-৩ গোলে হারে রিয়াল মাদ্রিদ।
২-০ গোলে দল পিছিয়ে পড়ার পর বেনজেমার গোলেই খেলায় ফিরে রিয়াল। পরে পেনাল্টি থেকে আরেক গোল করেন তিনি। এরমাঝে অসাধারণ এক গোলে আলো কাড়েন ভিনিসিউস। রিয়াল হারলেও ব্যবধান কম হওয়ায় ফাইনালের আশা তাদের জোরালই থাকছে।
রিয়ালের এবারের ছুটে চলায় বেনজেমা রাখছেন মূল অবদান। সেমিতে আসার পথে পিএসজি ও চেলসির বিপক্ষে টানা দুই হ্যাটট্রিক করেন তিনি। ১৪ গোল নিয়ে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতাও এই ফরাসি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার ৪১ বলে ম্যাচেই হয়ে গেছে ৪১ গোল।
অবিশ্বাস্য ছন্দে থাকা এই সতীর্থকে প্রশংসা করতে কোন শব্দই নাই ভিনিসিউসের। বেনজেমাকে তিনি বলছেন তার ভাই, যার হাতে উঠবে এই বছরের সেরা সব সাফল্য, 'কোন শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না যে বেনজেমা কেমন খেলছে। ব্যালন ডি'অর তার প্রাপ্য।'
'আমি আশা করি আমার ভাই বেনজেমা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি'অর জিতবে।'
সিটির মাঠে হারলেও ভক্তরা ফাইনালের পথে রিয়ালকে ঘিরে রাখছেন প্রত্যাশা। তবে যেমন করেই হোক হার নিয়ে খুশি হতে পারছেন না এই ফরোয়ার্ড, 'আমি হার নিয়ে কখনই খুশি না। দ্বিতীয় লেগে প্রতিটি জায়গায় আমাদের উন্নতি করার আছে।'
আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রিয়াল ভক্তরা দলকে অনেক বেশি তাতিয়ে দেবেন বলে মনে করেন ভিনিসিউস, 'বার্নাব্যুতে ভক্তরা আগেও ফিরে আসায় বিশাল ভূমিকা রেখছে, এবারও ভিন্ন কিছু হবে না। সিটি বিপক্ষে পরেরবার আমাদের আরও স্থির হয়ে নামতে হবে।'
Comments