আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

ম্যাচের শুরু থেকেই দারুণ কিছু আক্রমণ করল আর্জেন্টিনা। পাল্টা আক্রমণ থেকে বেশ কয়েকবার ভীতি জাগায় প্যারাগুয়েও। কিন্তু জালের দেখা পেল না কোনো দলই। ফলে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ড্র মেনেই মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে।
ঘরের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে প্যারাগুয়ে।
এদিন ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ৭০ শতাংশ সময় বল ছিল তাদের দখলেই। ১৪টি শটের ৮টিই ছিল লক্ষ্যে। কিন্তু গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ১০টি শটের ৩টি লক্ষ্যে ছিল প্যারাগুয়ের। প্রথমার্ধে অবশ্য মাত্র ২টি শট নিতে পেরেছিল দলটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। প্রথম ১০ মিনিটেই গোল করার মতো দুটি দারুণ সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে দি মারিয়ার থ্রু পাসে ফাঁকায় বল পেয়েছিলেন জোয়াকিন কোরেয়া। তার শট ঝাঁপিয়ে ঠেকান প্যারাগুয়ে গোলরক্ষক অ্যান্থনি সিলভা।
দশম মিনিটে মেসির থ্রু বলে বাঁ প্রান্তে ভালো সুযোগ পেয়েছিলেন কোরেয়া। তবে এ তরুণের নেওয়া কোণাকোণি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক সিলভা। তবে সুযোগ ছিল প্যারাগুয়েরও। চতুর্থ মিনিটে সান্তিয়াগো আরজামেন্দিয়ার দূরপাল্লার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
দ্বাদশ মিনিটে তো অবিশ্বাস্যভাবে বেঁচে যায় প্যারাগুয়ে। তিন খেলোয়াড়কে কাঁটিয়ে কোরেয়াকে একেবারে ফাঁকায় বল দিয়েছিলেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এ ইন্টার মিলান ফরোয়ার্ড। তার শট ঝাঁপিয়ে থাকেন সিলভা। আলগা বল প্রায় পেয়ে গিয়েছিলেন দি মারিয়া। তবে শেষ মুহূর্তে একেবারে গোলমুখে কোনোমতে সে যাত্রা দলকে রক্ষা করেন এক ডিফেন্ডার।
২৬তম মিনিটে মেসির নেওয়া ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। ডামি করতে গিয়ে দারুণ এক সুযোগ নষ্ট করেন কোরেয়া। দি মারিয়ার কাটব্যাক ছোট ডি-বক্স থেকে অনেকটা ফাঁকায় শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ভেবেছিলেন তার কোনো সতীর্থ পেছনে রয়েছে। ৫০তম মিনিটে দি পলের বাড়ানো বল কেবল পা ছোঁয়ালেই গোল পেতে পারতেন কোরেয়া।
৫৪তম মিনিটে আর্জেন্টিনাকে বাঁচান গোলরক্ষক মার্তিনেজ। ওমর আলদেরেতের পাস থেকে দুরূহ কোণ থেকে মিগুয়েল আলমিরনের শট দারুণ দক্ষতায় ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক। ছয় মিনিট পর আবারো সুবর্ণ এক মিস করেন কোরিয়া। মেসির থ্রু পাস থেকে ডি-বক্সে কোরেয়াকে একেবারে ফাঁকায় বল দিয়েছিলেন দি মারিয়া। কিন্তু কোরেয়ার হেড পেছন থেকে ছুটে এসে কর্নারের বিনিময়ে ঠেকান এক ডিফেন্ডার।
এর চার মিনিট পর আবারও আর্জেন্টিনার ত্রাতা মার্তিনেজ। আরজামেন্দিয়ার কাটব্যাক থেকে অসাধারণ এক শট নিয়েছিলেন আন্তনিও সানাব্রিয়া। তবে তারচেয়েও দারুণ দক্ষতায় তার শট ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। ৬৫তম মেসির পাস থেকে দূরপাল্লার জোরালো শট নিয়েছিলেন রদ্রিগো দি পোল। তবে গোলরক্ষক বরাবর থাকায় ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি সিলভাকে।
৭১তম মিনিটে এগিয়ে যেতে পারতো প্যারাগুয়ে। বাঁ প্রান্ত থেকে নেওয়া সানাব্রিয়ার কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। আট মিনিট পর কর্নার থেকে একেবারে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েও লাজে লাগাতে পারেননি বদলি খেলোয়াড় গুইদো রদ্রিগেজ। সময় পেয়েও গোলরক্ষকের নাগালেই বল রাখেন তিনি। কিছুক্ষণ পর পাপ্পু গোমেজের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকান প্যারাগুয়ে গোলরক্ষক সিলভা।
৮৮তম মিনিটে সুযোগ ছিল স্বাগতিকদের। কারদোজো লুসেনার কাটব্যাক থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন কার্লোস গঞ্জালেজ। এরপরও সুযোগ ছিল দুই দলের। তবে শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দলদুটি।
ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এক ম্যাচে বেশি খেলা প্যারাগুয়ের সংগ্রহ ১২ পয়েন্ট। আছে ষষ্ঠ স্থানে।
Comments