আর্জেন্টিনার স্কোয়াডে আছেন দিবালা

চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারছেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এমনকি এরপর লিগ ম্যাচেও অনিশ্চিত। তা সত্ত্বেও তাকে আর্জেন্টিনার স্কোয়াডে রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সোমবার ৩০ সদস্যের দল ঘরনা করেছে আর্জেন্টিনা। দলে খুব বেশি পরিবর্তন নেই। তবে চোট কাটিয়ে ফিরেছেন এস্তেবান আন্দ্রাদা। ফিরেছেন লুকাস আলারিও-ও। জায়গা ধরে রেখেছেন রিভার প্লেটের তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।

এর আগের বার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ছাড়া নিয়ে বেশ আলোচনা হয়েছিল। করোনাভাইরাসের লাল তালিকায় ছাড়া দেশগুলোতে খেলোয়াড়দের যাওয়া নিষিদ্ধ করেছিল তারা। যদিও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খেলেছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। তবে এবার তাদের যেতে দিবে কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বকাপ বাছাইয়া পর্বের ম্যাচে আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর তিন দিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ১৪ অক্টোবরের ম্যাচে পেরুর মোকাবেলা করবে দলটি।

ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

৩০ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), এস্তেবান আন্দ্রাদা (মন্তেরি)।

ডিফেন্ডার: গনজালো মনতিয়েল (সেভিয়া), নাউয়েল মোলিনা (উদিনেজে), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)।

মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লিয়েন্দ্রো পারাদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেজ (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট)।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

25m ago