আর্জেন্টিনার ৪ খেলোয়াড় নিষিদ্ধ, পুনরায় হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

গত বছর সাও পাওলোতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে যায় দুই ল্যাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভাঙ্গায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে প্রবেশ করে ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর 'আনভিসা'। সে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা। একই সঙ্গে সেই চার খেলোয়াড়কে দুটি আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সেপ্টেম্বরে স্থগিত হওয়া সেই ম্যাচের তিন দিন আগেই ব্রাজিলে প্রবেশ করে আর্জেন্টিনা দল। তবে চার খেলোয়াড়কে নিষিদ্ধ করতে ম্যাচ শুরুর পর হাজির হয় কর্তারা। ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর আনভিসার দাবী ছিল, তাদের দেশে ঢোকার সময় কিছু বিষয় গোপন করেছেন চার খেলোয়াড় -অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া ও এমিলিয়ানো মার্তিনেজ এবং টটেনহ্যাম হটস্পার্সের জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরো।

ভিসা ফর্মে সে চার খেলোয়াড় লিখেছিলেন ভেনেজুয়েলা থেকে ব্রাজিলে ঢুকতে যাচ্ছেন তারা। ঠিক ওই সময়ের ভিত্তিতে এটা সত্য হলেও পূর্ণ সত্য নয়। বাছাই পর্বের ম্যাচ খেলতে এর আগে ভেনেজুয়েলাতে থাকলেও এর আগে তারা ছিলেন ইংল্যান্ডে। করোনাভাইরাসের ব্রাজিলিয়ান নিয়ম অনুযায়ী ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে সরাসরি প্রবেশের অনুমতি নেই ব্রাজিলের বাইরের মানুষদের। বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও নিতে হয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা। বিবৃতিতে তারা জানিয়েছে, 'বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা। ফিফার আন্তর্জাতিক ফুটবল প্রটোকল না মানায় এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে।'

একই সঙ্গে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে ফিফা। আর ম্যাচ স্থগিত পুনরায় আয়োজনের জন্য দুই দেশের ফেডারেশনকে একসঙ্গে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করতে হবে।

অবশ্য এরমধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব উতরে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ দুই দলের এ লড়াই ছাড়া আরও তিনটি করে ম্যাচ রয়েছে তাদের। তবে আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচ ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মোকাবেলায় এ চার খেলোয়াড়কে পাচ্ছে না দলটি।

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

10h ago