ইউরোপা কনফারেন্স লিগ থেকে বাদ টটেনহ্যাম

সিদ্ধান্ত যে টটেনহ্যামের পক্ষে আসছে না তা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত বাতিলই হলো টটেনহ্যাম ও রেঁনের ম্যাচটি। সোমবার এমন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফলে ইউরোপা কনফারেন্স লিগ থেকে বাদ পড়ে গেল টটেনহ্যাম।

গত ৯ ডিসেম্বর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচটি খেলতে যায়নি টটেনহ্যাম। ম্যাচের আগে দলটির মোট ১৩ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ আসায় ম্যাচটি স্থগিতের আবেদন করেছিল ইংলিশ ক্লাবটি।

উয়েফা অবশ্য তখনই জানিয়েছিল, ম্যাচটি পুনঃনির্ধারিত করা যাবে না। পরে বিষয়টি তাদের শৃঙ্খলা সংস্থার হাতে হস্তান্তর করে তারা। শেষ পর্যন্ত রেঁনেকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে সংস্থাটি।

অথচ শেষ রাউন্ডের সে ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত ছিল টটেনহ্যামের। ৫ ম্যাচের ৭ পয়েন্ট ছিল তাদের। তাদের উপরে থাকা ডাচ ক্লাব ভিতেজের সংগ্রহ সব ম্যাচ খেলে ছিল ১০ পয়েন্ট। গোল ব্যবধানে সমান ছিল দুই দল।

ফলে 'জি' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠল রেঁনে। তার সঙ্গী হলো নেদারল্যান্ডসের ক্লাব ভিতেজ।

আর উয়েফার এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ স্পার্স, 'উয়েফার আপিল বডি ম্যাচটি পুনঃনির্ধারিত করার জন্য আমাদের সময় দিতে অস্বীকার করায় আমরা হতাশ। তবে আমাদের এই সিদ্ধান্তকে মেনে নিতে হবে।'

শুধু উয়েফা কনফারেন্স লিগের ম্যাচই নয়, করোনাভাইরাসের কারণে ব্রাইটন এবং লেস্টার সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচও স্থগিত হয় টটেনহ্যামের।

উয়েফার নিয়ম অনুযায়ী, ক্লাবগুলির একটি তালিকায় একজন গোলরক্ষকসহ মোট ১৩ জন খেলোয়াড় ফিট থাকলে অবশ্যই খেলতে হবে। সে ম্যাচের আগে দলটির আট খেলোয়াড় ও পাঁচ স্টাফ করোনায় আক্রান্ত ছিলেন।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

24m ago